Home Immigration কত বছরে পর্তুগালের পাসপোর্ট পাবেন | Lisbon Portugal | প্রবাস জীবন | তৃতীয় পর্ব | Media Television

কত বছরে পর্তুগালের পাসপোর্ট পাবেন | Lisbon Portugal | প্রবাস জীবন | তৃতীয় পর্ব | Media Television

18
কত বছরে পর্তুগালের পাসপোর্ট পাবেন | Lisbon Portugal | প্রবাস জীবন | তৃতীয় পর্ব | Media Television

কত বছরের পর্তুগালের পাসপোর্ট পাবে প্রবাসীরা? পর্তুগালের সর্বশেষ করোনা পরিস্থিতি ও ইউরোপের ফ্লাইট নিয়ে কথা বলতে আমাদের প্রবাস জীবনের অতিথি :পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের সভাপতি ও অল ইউরোপ প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক জনাব রনি মোহাম্মদ ভাই।
দ্বিতীয় পর্বের লিংক :
প্রবাস জীবন আকর্ষণীয় হলেও পেছনে থাকে অন্যকিছু। কেউ হয়তো কর্মজীবনের কিছু সময়ের জন্য প্রবাসী হন, আবার কেউ সারা জীবন কাটাতে। এ জীবন কারো জন্য সুখের, কারো জন্য দুঃখের। দেশ থেকে মানুষ বিদেশ যায় দেশের মানুষগুলোকে ভালো ও আনন্দে রাখার জন্য। দেশের অর্থনীতিকে সচল রাখা ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ানোর ক্ষেত্রেও প্রবাসীদের ভূমিকা কম নয়। প্রবাসের কর্মজীবিরা মা-বাবা, ভাই-বোন, স্ত্রী-সন্তানকে ভালো রাখার জন্যই রাত-দিন পরিশ্রম করে থাকেন। তাই প্রবাসের জীবন একটু ভিন্ন। প্রবাসের চলমান জীবন ও সম্পর্কের নানা অনুষঙ্গ নিয়ে আমাদের অনুষ্ঠান।

source

18 COMMENTS

  1. আসসালামুআলাইকুম, কেমন আছেন ভাই?
    একটা প্রশ্ন ছিল।
    প্রশ্ন টি হল
    পর্তুগালে সাড়ে চার বছর অবস্থান করে থাকলে ন্যাশনালিটির জন্য আবেদন করা যায় কথাটি কতটুকু সত্য। না পাঁচ বছর পর করতে হবে?

    আরেকটি প্রশ্ন হচ্ছে।
    আমি আমি পর্তুগাল রেসিডেন্ট ভিসায় এসেছিলাম, আমার পাচ বছরের হিসাব কি যেদিন এসে আমি সেফ এন্ট্রি করেছি সেদিন থেকে? নাকি আমার রেসিডেন্ট কার্ডে যে ডেট উল্লেখ আছে সেখান থেকে হিসাব হবে?

  2. ভাই আমি দুবাই থেকে ভিজিট ভিসায় পর্তুগাল এ আসতে চাচ্ছি,

    এখন পর্তুগাল এর রেসিডেন্ট কার্ড বা পাসপোর্ট পেতে কতো দিন সময় লাগবে??

  3. ভাই , সালাম নিবেন, পর্তুগালের TR পাওয়ার পর আমি যদি আমার স্ত্রীকে বাংলাদেশ থেকে নিয়ে আসি আর আমাদের যদি বেবি হয় তাহলে আমার আর আমার স্ত্রী এর কত দিন সময় লাগবে PR ও পাসপোর্ট পেতে? ধন্যবাদ ভাই

  4. ভাই আর একটি প্রশ্ন ছিল – আমি যদি বৈধভাবে/ টুরিস্ট ভিসা নিয়ে ফ্রান্সে আসে অধিবাসী হতে চাই তাহলে TR PR পেতে কেমন সময় লাগতে পারে / এর প্রসেসিং টা কেমন হতে পারে? 🌹

  5. ভাই অনেক ধন্যবাদ। কভিডের কারনে পর্তগালে বর্তমানে কাজের কি অবস্থা? পর্তুগাল আসলে কাজ কি পাওয়া যাবে? জানাবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here