Home Immigration কাজের ভিসায় পর্তুগাল আসতে যা কিছু করতে হবে | Portugal Work VISA Process | Portugal Work Permit

কাজের ভিসায় পর্তুগাল আসতে যা কিছু করতে হবে | Portugal Work VISA Process | Portugal Work Permit

43
কাজের ভিসায় পর্তুগাল আসতে যা কিছু করতে হবে | Portugal Work VISA Process | Portugal Work Permit

সারাবিশ্ব থেকে ৮০ হাজার কর্মী চায় ইউরোপের দেশ পর্তুগাল। এই ক্যাটাগরিতে কারা এপ্লাই করতে পারবেন, কীভাবে এপ্লাই করবেন, কী কী কাগজপত্র লাগবে এবং সবকিছু ঠিক থাকলে ভিসা পাওয়ার সম্ভাবনা কতটুকু বিস্তারিত জানুন ভিডিওতে। এটি নিয়ে আপনার কোন মন্তব্য থাকলে কিংবা যদি আরো কিছু জানতে চান তাহলে কমেন্ট করুন। অন্যদের জানাতে শেয়ার করুন। আর পরবর্তী আপডেট জানতে চ্যানেলটি সাবক্রাইব করুন।

#PortugalEmployment #WorkinPortugal #PortugalWorkPermit #GreatJobsinLisbon #JobsForeignersPortugal #পর্তুগাল #পর্তুগালভিসা

source

43 COMMENTS

  1. ম্যাম , আপনি যে 6 ক্যাটাগরি কাজের ভিসার কথা বলেছেন। সেই ক্যাটাগরিতে আমার টা construction এ পড়ছে????
    আমি বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকেই Electrical Instillations and Maintenance নিয়ে 6 মাসের training করেছি।আবার Air conditioning নিয়ে ও 6 মাসের training করেছি।একাডেমি certificate এর পাশাপাশি এই দুইটা certificate ও আছে।

  2. আমার ফোফাতো ভাই মাএ ছয় দিনে ওয়াক পারমিট বের করছে৷ এখন ইন্ডিয়া তে ডেইট নেওয়ার অপেক্ষায় আছি।

  3. আপু আমার তো এই বিষয়ে অবিগতা নেই দয়া করে আপনি একটি এপ্লাই করে দিতে পারবেন আমি আপনাকে ফি দিয়ে দেব পিলিজ

  4. ওয়ার্ক পারমিট লাগবে নাকি সরাসরি পর্তুগাল ভিসার জন্য আবেদন করতে পারবো।

  5. আসসালামুয়ালাইকুম আপা ট্রাই করেছি হয়েতে ছেনা কি ভাবে গুগলে যেতে হবে যদি একটু দেখাতেন উপকৃত হতাম আমি থাকি মালয়েসিয়া আমি কনেকট্রাকসেনের সাইডের কাজ জানা আছে

  6. আপু আমি ১০ বছর দরে বিদাসে থাকি অনেক গুলা কাজের উপর আইডিয়া আছে এবং চানিজ হেটেলেও কাজ করতাছি একটু লিং দিয়েন কি বাভ্যে এপলায় করবো

  7. মেডাম আমি পর্তুগাল এর কনস্ট্রাকশন কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট পেয়েছি ১ বছরের কন্ট্রাক্ট, প্রফেশন হচ্ছে মেসন, এটা আমার চাচা করে দিয়েছেন,
    এখন বাংলাদেশ থেকে আমার কি কি ডকুমেন্টস লাগবে ফাইল জমা দিতে , আপু জানালে খুব উপকৃত হবো

  8. আপু আমি বর্তমানে দুবাইতে আছি? এখানে আমি এলমোনিয়ম গ্লাস এর কাজ করি? এখন আমি কি এপ্লাই করতে পারবো?

  9. আপু আমি মধ্যে দেশ বাহরাইন আছি আমি ডাইভিং করি আমার কাছে হেভি এন্ড লাইট লাইসেন্স আছে,আমি ও খানে ডাইভিং করতে পারবো,জানাবেন

  10. আপু আসসালামুয়ালাইকুম আমি আপনার সব কথা বুঝতে পারছি,
    আমি কি ডাইরেক ডি ক্যাটাগরিতে ভিসা এপ্লাই করবো ইন্ডিয়া গিয়ে নাকি আগে জব অফার নিতে হবে বা এর জন্য কোন ডকুমেন্ট পর্তুগাল থেকে আনতে হবে আগে এই জিনিসটা যদি একটু ক্লিয়ার করতেন আপনাকে অনেক ধন্যবাদ,

  11. আসসালামু আলাইকুম আপু,, আমি Skills for Employment Investment Program (SEIP) এর আওতায় কারিগরি শিক্ষা বোর্ড থেকে চার মাস মেয়াদি ইলেক্টিক্যাল মেন্টেনেস এন্ড হাউজ ওয়ারিং কোর্স এবং প্লাম্বিং এন্ড পাইপ ফিটিংস কোর্স করেছি, দুটোই লেভেল-১ সার্টিফিকেট পেয়েছি। এক্ষেত্রে বিসা পাওয়ার সম্ভাবনা আছে?

  12. আপু আমি বাংলাদেশ থেকে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স করছি।আমি পোল্যান্ডের ভিসা পেয়েছি। পোল্যান্ড থেকে দুই মাসের মধ্যে পর্তুগালের 7 কাগজ করে আমি পর্তুগালে চলে আসতে চাই। আমি পর্তুগালে আইসা গাড়ি চালাইতে পারবো কি না।প্লিজ উত্তরটা দিবেন আপু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here