প্লিজ একটু পড়ুনঃ
৪২ হাজার কেয়ার গিভার ভিসা দিবে যুক্তরাজ্য সরকার
তার মানে বাংলাদেশিদের জিন্য বিরাট সুযোগ…
কেয়ার স্টাফদের জন্য ভিসানীতি শিথিল করছে ব্রিটেন। তার মানে নতুন করে কেয়ার ওয়ার্কার আসার সুযোগ তৈরি হচ্ছে ব্রিটেনে। এই ভিসার আওতায় বাংলাদেশ থেকেও অনেকে আবেদন করতে পারবেন। তবে সেক্ষেত্রে কেয়ার ওয়ার্কারদের জন্য শিক্ষা ও কাজের অভিজ্ঞতার প্রয়োজন হবে।।
ব্রিটেনে করোনাকালীন কেয়ার ওয়ার্কার সংকট চলছে। তাছাড়া বেক্সিটের কারণে অনেক কর্মী চলে গেছেন। এরই মধ্যে ব্রিটেনে কেয়ার ওয়ার্কার, কেয়ার এসিসটেন্স এবং হোম কেয়ার কর্মীদের জন্য অভিবাসন নিয়ম শিথিল করা হবে বলে সরকারের পক্ষ থেকে স্বিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দেশটির স্বরাষ্ট্র দফতর থেকে বলা হয়েছে, কর্মীদের শূন্যতা পূরণের জন্য বিদেশ থেকে হাজার হাজার অতিরিক্ত কেয়ার ওয়ার্কার নিয়োগ করা হবে।
নতুন একটি গবেষণায় দেখা গেছে, এপ্রিল থেকে অক্টোবরের মধ্যে কর্মীদের সংখ্যা প্রায় ৪২ হাজার কমেছে। গবেষকরা বলেছেন, স্টাফ সংকটের কারণে দুর্বল বয়স্ক ব্যক্তিদের কেয়ার হোমগুলো বন্ধ হচ্ছে।
আর এ কারণে শূন্যতা পূরণ করার জন্য কেয়ার কর্মীদের হোম অফিসের ঘাটতি পেশার তালিকায় যুক্ত করা হবে। তার মানে এ খাতে বাইরে থেকে কর্মী আনার তালিকায় যুক্ত করা হবে।
ব্রিটেনের স্বরাষ্ট্র দফতর সূত্রে জানা গেছে, ব্রিটেনের বাইরে থেকে আসা কর্মীদের বছরে ২০ হাজার ৪৮০ পাউন্ড বেতন দেওয়া হবে। কেয়ার ওয়ার্কার তাদের পরিবার মানে স্বামী বা স্ত্রী ও সন্তানসহ ব্রিটেনে আসার ভিসা পাবেন।
আরও বলা হয়েছে, আগামী বছর যে কোনো সময় নতুন নিয়মগুলোর বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
ধারণা করা হচ্ছে কেয়ার ওয়ার্কারদের ক্ষেত্রে ১২ মাসের ভিসার সুযোগ থাকবে।
তাদের স্বরাষ্ট্রসচিব প্রীতি প্যাটেল বলেছেন, কেয়ার খাত করোনা মহামারির কারণে চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে এবং সরকার স্বাস্থ্য ও পরিচর্যা ভিসায় যে পরিবর্তন করছে তা কর্মশক্তিকে শক্তিশালী করবে। বর্তমানে যে চাপের মধ্য দিয়ে সরকার যাচ্ছে তা অনেকটাই দূর হবে।
১। কারা যেতে পারবেঃ
মেয়েদের অগ্রাধিকার।
২। খরচ?
শূন্য টাকা।
৩। পরিবার নিতে পারবে?
হ্যা।
আর কি চাই?? এতো সুযোগ এর পরেও বসে থাকবেন নাকি?
সুযোগ হেলায় নষ্ট করবেন না প্লিজ।
ভিডিও তে খুব ভালো করে দেখিয়ে দিয়েছি কোন সাইটে ঢুকে এপ্লাই করবেন। এর থেকে সহজ আর কিছুই হতে পারে না।
সব কমেন্টস বা সব ইমেইল এর উত্তর আমার একার পক্ষে সময়মত দেয়া সম্ভব না। কারন আমি সারা দিন চাকুরি করে রাতে বাসায় এসে ব্যাক্তিগত পারিবারিক সময় দিতে হয়, শুক্র, শনিবারে আমি সাধারনত মেইল চেক করি। তাই বলছি অধৈর্য্য হবেন না প্লিজ। আমি চেষ্টা করি সকল গুরুতপূর্ন মেইল এর রিপ্লাই দিতে।
কোথায় কোথায় এই চাকরির কর্মখালির খোঁজ পাবেন?
linkedin, Indeed, Reed, carehome, jobsite, homecare, totaljob, agencycentral ageuk jobcommunityg এসব সাইটে গিয়ে পোস্টগুলোয় কর্ম খালি খুঁজতে পারেন।
দরখাস্তের সঙ্গে কী কী জমা দিতে হয়?
যদি কোনো স্পন্সর আপনাকে কাজ দিয়ে দেয়, তাহলে কী কী জিনিস জমা দেবেন?
১. দরখাস্ত
২. পাসপোর্ট
৩. সার্টিফিকেট অব স্পনসর (এমপ্লয়ার দেবে)
৪. এমপ্লয়ারের সঙ্গে চুক্তি
৫. অ্যাপ্লিকেশন ফি (২৩২ পাউন্ড ৩ বছরের ভিসা ফি)
৬. এনএইচফি (লাগবে না)
৭. টিবি টেস্ট সার্টিফিকেট
৮. আইইএলটিএস সার্টিফিকেট
৯. এক মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট ১২৭০ পাউন্ড থাকবে, মেইনটেইন্যান্স ফান্ড।
বিদেশ থেকে দেশে টাকা পাঠাবেন?
ডাউনলোড করুন “Taptap Send app”
(আপনার এন্ড্রোয়েড অথবা আইফোনে থেকে)
Download link:
🔥 “MWR” কোড ব্যবহার করলেই প্রথম টাকা পাঠানোতে পাবেন 10 (GBP/EUR/USD/CAD) বোনাস।
Taptap এর সুবিধা সমূহ :
✅টাকা পাঠাতে কোনো চার্জ নেই।
✅ইনস্ট্যান্ট ট্রান্সফার।
✅বিকাশ অথবা ব্যাঙ্ক একাউন্ট এ টাকা রিসিভ করতে পারবেন।
✅এপ্স ব্যাবহার খুবই সহজ।
✅খুবই ভালো এক্সচেঞ্জ রেট।
✅প্রথম ট্রান্সফারে পাবেন বোনাস।
You can send money via Taptap Send to Bangladesh, from:
UK, USA, Canada, France, Spain, Germany, Italy, Mayotte, Netherlands, Reunion, Belgium
(More are coming)
KW:
UK WORK PERMIT VISA 2022, UK VISA, LONDON VISA, LONDON DOMESTIC WORKER VISA, LONDON CARE GIVER VISA, ENGLAND CARE GIVER VISA, EASY TO GO TO LONDON, SYLHET TO UK, UK VISA, UK CARE GIVER VISA, CARE GIVER VISA 2022, VISA, 2022, ENGLAND WORKPERMIT VISA, WORK PERMIT IN EUROPE EUROPE, STUDENT VISA, UK STUDENT VISA, UK STUDENT VISA 2021, VISA PROCESS, VISA, UK STUDENT VISA FOR BANGLADESHI STUDENTS, SPOUSE VISA, UK SPOUSE VISA, কেয়ার গিভার ভিসা, ইউ কে কেয়ার গিভের ভিসা, ভিসা, ভিসা ২০২২, লন্ডন ভিসা, লন্ডন ভিসা ২০২২, ইংল্যান্ড ভিসা ২০২২, কিভাবে সহজে ইংল্যান্ড যাবো, ইংল্যান্ড, ইংল্যান্ড ২০২২, সিলেট টু লন্ডন, লন্ডন ভিসার খরচ কত,
source
আপনার নাম্বারটা দিলে একটু ভালো হত
Its not much easy The way you are saying
help me
ভাই কিভাবে কভার লেটার লিখব গিভার ভিজা জন্য
রাফায়েত ভাই। uk care visa. IELTS কোথায় করতে হবে। বিছতারিত।
Porikka dibo kothai?
ভাই
ILTS এ 4/5 কিভাবে তুলা যায়
সেটা নিয়ে একটা ভিডিও দিলে সুবিধা হয় প্রস্তুতি নেওয়ার জন্য
Sir ami hsc completed korsi and ielts academic ukvi diyechi and score ashce 6.5 amar kunu sponser nai ami ki apply korte parbo?
আসসালামু আলাইকুম আমি কি আপনার সাথে কথা বলতে পারি
IELTS পরিক্ষা কোথায় দিতে হবে!
আসসালামুয়ালাইকুম। ভাইয়া শুধু OIETC নিয়ে একটা ভিডিও করেন। শুনলাম অনেক ইউনিভার্সিটি OIETC বেন্ড করে দিছে। তাই প্লিজ, এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য আকুল আবেদন রইল ভাইয়া।
Sir Apner Cantack nomber ta den
আমি চেষ্টা করছি
আসসালামুয়ালাইকুম ভাইয়া
এই ভিসায় গেলে কি পড়াশোনা করা যাবে?
UK caregiver visar jnno apply korte CV/ resume ta kivabe banale vlo hobe eita nie ekta video diben kindly
মাশাআল্লাহ আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুক
অফার লেটার পেলে কি ভিসা নিশ্চিত? অন্য কোনে ঝামেলা না থাকলে?
caregiver only garl?
ভাইয়া আমি যেতে চাই আমার ফ্রেন্ডরা যেতে চাই কিন্তু কিভাবে এপ্লিকেশন করব জানিনা
আসসালামু আলাইকুম ভাই। ইংল্যান্ডের এক টাকা বাংলাদেশের কত টাকা? দয়া করে উত্তর দিয়েন 😞
ভাই গুরুত্তপূর্ণ একটি বিষয় তা হচ্ছে যে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ইস্যুতে ইউরোপ বিভিন্ন নিষেদ্ধাগ্গা দিয়ে চলেছে রাশিয়াকে এবং রাশিয়াও দিয়ে চলেছে ইউরোপকে, এতে ইউরোপ আস্তে আস্তে সংকটের দিকে পরতেছে, ঠীক আগের মত যদি ভবিষ্যতে রাশিয়া-ইউরোপ মিল না হয় তাহলে এখন যারা ইউরোপ যেতে চাচ্ছেন তাদের ইউরোপ যাওয়াটা ভবিষ্যতের জন্য কতটা ভাল হবে, যাওয়া কি উচিত হবে নাকি উচিত হবে না, এই বিষয়ে সবাই জানতে চায় প্লিজ এই বিষয়ে একটি ভিডিও করেন
ভাই গুরুত্তপূর্ণ একটি বিষয় তা হচ্ছে যে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ইস্যুতে ইউরোপ বিভিন্ন নিষেদ্ধাগ্গা দিয়ে চলেছে রাশিয়াকে এবং রাশিয়াও দিয়ে চলেছে ইউরোপকে, এতে ইউরোপ আস্তে আস্তে সংকটের দিকে পরতেছে, ঠীক আগের মত যদি ভবিষ্যতে রাশিয়া-ইউরোপ মিল না হয় তাহলে এখন যারা ইউরোপ যেতে চাচ্ছেন তাদের ইউরোপ যাওয়াটা ভবিষ্যতের জন্য কতটা ভাল হবে, যাওয়া কি উচিত হবে নাকি উচিত হবে না, এই বিষয়ে সবাই জানতে চায় প্লিজ এই বিষয়ে একটি ভিডিও করেন
ভাই আমি যেতে চাই আমার ফর্মটা আপনি পূরণ করে দেবেন
Cv ta ki korte hobe
Application টা আরো Slow motion এ দিতে পারেন।
IELTS করবো কি করে আমি সৌদি আরবে থাকি
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকা তুহু কেমন আছেন ভাই আপনার অনেক গুলো পোগ্রাম দেখি। আমি তো পড়াশোনা তেমন করি নাই ইংরেজি রিডিং পরতে পারি মোটামোটি i
Dubai theka jawyar kono rasta aci ki vai
ভাই ডিভি লটারি চালু হয়েছে বলে শুনেছি সত্য কি মিথ্যা তা জানি না।
Thank you sir
দেশের বাহির থেকে আবেদন করা
যাবে জানাবেন প্লিজ ভাই
রাফায়েত ভাই আপনি রিপ্লেই দেন না কেন,,,আমি ইংলান্ড আসবো আপনি আমার জন্য হলেও রিপ্লেই দেন। আমার ফেসবুক আইডির নাম হলো,Md Samiul Khan,,,ভাই আমি আপনার সকল ভিডিও দেখি, আপনি আমার সাথে যোগাযোক করেন,,,আপনার ফেসবুক আইডি দেন আমাই,,৷
ভাইয়া আসসালামুআলাইকুম। কেমন আছেন? বেশ কয়েক দিন ধরে আপনার অপেক্ষায় ছিলাম। যাহোক, আমি সরকারি ভাবে রোমানিয়াতে যেতে চাই। কিন্তু ফাইল কোতায় কিভাবে জমা দেব যদি একটু জানাইতেন। আল্লাহ রস্তে অনুরোধ। আমি আপনার একজন সাচক্রাইবার হওয়া সত্বেও যদি উত্তর না পাই তাহলে একটু মন খারাপ হয়। যদিও আমি জানি আপনিও ব্যস্ত থাকেন।
পরিবার নিয়ে যাওয়া র কি সুযোগ আছে জানাবেন।
ছেলে মেয়ে সবাই apply করতে পারবে??
আমি শুনেছিলাম বাংলাদেশ নাকি এই কেয়ার গিভার ভিসা ব্যানড্ করে দিয়েছে????
Academic ielts result hobe caregiver visa
বয়স সর্বচচ কত হলে আবেদন করা যাবে ভাইয়া।