Home Immigration গ্রীসে সরকারিভাবে সিজনাল ভিসা চালু, কাজ ৯ মাস, বেতন ১২ মাস। কিভাবে যাবেন? #greece, #গ্রীস,

গ্রীসে সরকারিভাবে সিজনাল ভিসা চালু, কাজ ৯ মাস, বেতন ১২ মাস। কিভাবে যাবেন? #greece, #গ্রীস,

40
গ্রীসে সরকারিভাবে সিজনাল ভিসা চালু, কাজ ৯ মাস, বেতন ১২ মাস। কিভাবে যাবেন? #greece, #গ্রীস,

Disclaimer:
আমি কোন দালাল বা এজেন্সি না। আমি কোন এজেন্সিকে কখনোও প্রমোট ও করি না। ভিসা নিয়ে করা আমার প্রতিটা ভিডিও অরিজিনাল তথ্য নির্ভর। আমি আন্তাজে বা নিজে বানিয়ে কোন কথা বলি না। বাংলাদেশ সরকার সব সময় নিরাপদ ইমিগেশন এর ব্যাপারে জোর দেয়, আমিও সেটাই করি। আরেকটা কথা, আমি কারো কাছ থেকে কোন টাকা গ্রহন করি নাই, কখনো করবোও না। চেষ্টা করি সবাইকে সহযোগিতা করতে সঠিক তথ্য দিয়ে। আমার জন্য আপনারা দোওয়া করবেন। এইটুকুই আমার পাওয়া। আলহামদুলিল্লাহ মহান রব আমাকে যা রিজিক দিয়েছেন, আমি সন্তুষ্ট। আমি জাস্ট ইমিগ্রেশনের আপডেট তথ্য গুলি আপনাদের কে জানানো প্রয়োজন মনে করি বিধায়, জানাই। আর কিছু আপনাদের কাছ থেকে আমার চাওয়া পাওয়া নাই। আমার শুধু একটাই চাওয়া আপনারা কোন দালালের ক্ষপ্পরে পড়ে সর্বস্বান্ত হবেন না। নিজেই ট্রাই করে নিরাপদে বিদেশ যাবেন।
ইতিমধ্যেই আপনারা সবাই জেনে গেছেন যে গ্রীসের সাথে বাংলাদেশের লোক নিয়োগে গত ফেব্রুয়ারি তে চুক্তি হয়ে গেছে, সেই চুক্তিটাই এখন বাস্তবে রুপ নিলো। কিভাবে?
গত ২৩ শে জুলাই গ্রীসের মন্ত্রিসভায় পাশ হয়ে গেল লোক নিয়োগের আইন। তাও আবার স্পেশালি বাংলাদেশের জন্য। গ্রীসের অভিবাসন মন্ত্রী মিতারেচ্চি সাহেব নিজের উদ্যোগে এই চক্তি করেছেন। গ্রীসে প্রচুর লোক দরকার এখন, স্পেশালি কৃষী খাতে। বাংলাদেশিদের জন্য এটা একটা বিরাট সুযোগ বটে।
আগামি ৫ বছরে মোট ১৫ হাজারের বেশি কৃষি ভিসায় লোক নিবে এদেশ থেকে। গড়ে প্রতিবছর ৫ হাজার এর বেশি। এখানে উল্লেখযোগ্য যে সবারই কিন্তু কৃষি কাজে অভিজ্ঞতা থাকতে হবে। গ্রীসের ভিসা নিয়ে আমি এই আগেও কিন্তু ভিডিও দিয়েছিলাম, আপনারা চাইলে দেখে নিতে পারেনঃ

• ভিসা হবে ৫ বছরের
• থাকতে হবে ১ টানা ৯ মাস
• বাকি ৩ মাস ছুটি, দেশে আসতে হবে
• ৫ বছর পরে ভিসা রিনিউ হতে পারে
• যদি কেউ ৯ মাস পরে দেশে না আসেন তাহলে তার ভিসা বাতিল
• এই ভিসা নিয়ে অন্য কোন দেশে যাওয়া যাবে না
• বয়সঃ ১৮ থেকে ৪৫
• শিক্ষাঃ লাগবে না
• পরিবার নেয়া যাবে না।
আর কি চাই আপনাদের বলেন? সরকার এই সুযোগ করে দিছে। এটা জি২ জি বেসিস ভিসা, অর্থাৎ সরকারি মাধ্যম। আমি খুব শীঘ্রই আরেকটা ভিডিও তে বলবো কিভাবে আবেদন করবেন আর কিভাবে ভিসা পাবেন। খরচ হতে পারে আনুমানিক ২ লক্ষ টাকার মতন, বিমান ভাড়া সহ।
Facebook page:

KW: greece, malta, romania, portugal, canada, usa, visa, 2022, greece visa 2022, how to go greece, romania visa, portugal visa, malta embassy dhaka, malta visa, গ্রীস, মালটা, রোমানিয়া, পর্তুগাল, কানাডা, আমেরিকা, ভিসা, ২০২২, গ্রীস ভিসা ২০২২, কিভাবে গ্রীস যাবো, রোমানিয়া ভিসা, পর্তুগাল ভিসা, মালটা এম্বেসি ঢাকা, মালটা ভিসা, বাংলাদেশ,

Apply Link:

source

40 COMMENTS

  1. আমি ফামসহাউস কাজে যাব তা‌কি করতে হবে ‌আপনি‌আমাদের।‌যুগাযুগ করে ন

  2. আসসালামু আলাইকুম ভাই মাল্টার তো ভিসা এখন বন্ধ যারা আগে ফাইল জমা দিসে তাদের কি ভিসা হবে

  3. স্যার আবেদনের সময় ত পাসপোর্ট এ মৃত এড করছি না আর মনে হয় করা ও যায় না এর কারন এটা ত নাম নায়,,,,,, বাট আমি একন কনফিউজড আছি (আমার) আইউি কার্ড ও ত বাবার নামের আগে মৃত,,,, কিন্ত পাসপোর্ট করছি যে মৃত নায় পাসপোর্ট ও একন কি কোনো সমস্যা হবে বিসা পেতে
    প্রিয় স্যার বিসা ওটতে ত কোনো সমস্যা হবে না
    প্লিজ প্রিয় স্যার রিপ্লাই না দিলে হতাশার মধ্যে তাকমু প্লিজ রিপ্লাই 🙏🙏🙏
    কোনো সমস্যা ত হবে কি না

  4. স্যার আবেদনের সময় ত পাসপোর্ট এ মৃত এড করছি না আর মনে হয় করা ও যায় না এর কারন এটা ত নাম নায়,,,,,, বাট আমি একন কনফিউজড আছি (আমার) আইউি কার্ড ও ত বাবার নামের আগে মৃত,,,, কিন্ত পাসপোর্ট করছি যে মৃত নায় পাসপোর্ট ও একন কি কোনো সমস্যা হবে বিসা পেতে
    প্রিয় স্যার বিসা ওটতে ত কোনো সমস্যা হবে না
    প্লিজ প্রিয় স্যার রিপ্লাই না দিলে হতাশার মধ্যে তাকমু প্লিজ রিপ্লাই 🙏🙏🙏
    কোনো সমস্যা ত হবে কি না

  5. ভাই আপনি শুধু ভিডিও বানান কিন্তু কিভাবে জাবো এইটা নিয়ে আপনি নিজে কাজ করেন / এমন কোনো জাইগার কথা বলেন যেখানে গেলে কাজ হবে!

  6. এতোই সহজ হলে আপনি যান না কেনো বসে আছেন কেনো?? এমন ভাবে ইউরোপ কান্ট্রি নিয়ে ভিডিও বানান মনে হয় পানির মতো সহজ ইউরোপ যাওয়া 🙄

  7. ভাইয়া বিদেশে বাংলাদেশি সার্টিফিকেটের কোন গ্রহণযোগ্যতা কি আছে? এই বিষয়ে একটু জানাবেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here