Home Real Estate চাপা পড়া গাড়িতে ৪টি মরদেহ, কী বলছে ফায়ার সার্ভিস? | BRT | Uttara Accident

চাপা পড়া গাড়িতে ৪টি মরদেহ, কী বলছে ফায়ার সার্ভিস? | BRT | Uttara Accident

31
চাপা পড়া গাড়িতে ৪টি মরদেহ, কী বলছে ফায়ার সার্ভিস? | BRT | Uttara Accident

– Subscribe to our channel:
– Follow us on Twitter:
– Find us on Facebook:
– Check our website:

#JamunaTelevision #JTV #যমুনাটিভি

source

31 COMMENTS

  1. এত ওজনের গাডার ওটাতে সময় লাগবে ফায়ারসার্ভিস কে না দোষে জে গাডার চালাতো তাকে আইনের আওতায় আনা হক

  2. আমাদের দেশে যেকোনো সরকার বা সরকার দলীয় মন্ত্রীরা যদি সাধারন মানুষদের মত জীবন যাপন করতো তাহলে বুঝতে পারত সাধারন মানুষের জীবন টা কত কঠিন? প্রতি পদে দুর্দশাগ্রস্থ প্রতিটা মানুষ। বন্যা দুর্গতি থেকে ভাঙ্গা রাস্তার অস্বাভাবিক ঝাকি,দুর্নীতি থেকে অনিয়ম এই সবই আমাদের সাধারন জনতার ই ভুগতে হয়।

  3. এটাই কি আমাদের দেশের বাস্তবতা যে কোন দুর্ঘটনা ঘটলে তারপর কঠোর নিরাপত্তা ,ঝুঁকি পূর্ণ প্রত্যেকটি কাজের ক্ষেত্রে শুরু থেকেই নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় না কেন ?

  4. মানুষ কে উদ্ধার এর সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নে করা এটাতে কি লাভ হয়

  5. চরম অব্যাবস্থাপনা কৃর্তপক্ষের।এ দুর্ঘটনায় জন্য কৃর্তপক্ষ দায়ী।এরকম ব্যস্ততম সড়কে এত ভারি একটি গাডার নিতেছে অথচ রাস্তায় কোন ব্যারিকেট নেই।

  6. একটি ইন্টারন্যাশনাল কোম্পানি এধরণের উচ্চ ঝুঁকির কনস্ট্রাকশন এর কাজে নুন্নতম নিরাপত্তা ছাড়াই কিভাবে ব্যস্ততম রাস্তায় কাজ করে তার সঠিক তদন্ত করা জরুরি দরকার । এধরণের নিরাপত্তা অবহেলার জন্য যাতে আর কোনো মৃত্যু না হয় তার জন্য তাদের কাছ থেকে লিখিত স্টেটমেন্ট নিতে হবে।

    এই Chinese কোম্পানির বাংলাদেশ ব্রাঞ্চ এর ISO 45001 সনদ আছে কিনা তা দেখা দরকার। এই স্ট্যান্ডার্ড এ ইনজুরি/এক্সিডেন্ট কমানোর অনেক GUIDELINE আছে। না থাকলে কোম্পানি কে এই OH&S স্ট্যান্ডার্ড ইমপ্লিমেন্ট করার জন্য চাপ দেয়া যেতে পারে ।

  7. বাংলাদেশের রোড ব্রিজ এসব উন্নয়ন না করে যান্ত্রিক সরঞ্জামের উন্নয়ন করা দরকার অন্তত দুর্ঘটনা হলে খুবই দ্রুত উদ্ধারকর্মীরা উদ্ধার করতে পারে

  8. এই সব স্থানে দুই-একটি করে প্রহরী বা ট্রাফিক রেখে রাস্তা পারাপার করালে হয়তবা এই দুর্ঘটনাটি ঘটতো না

  9. আল্লাহ রাব্বুল আলামীন তাদের কে জান্নাতুল ফেরদৌস নাসিব করুক ' আর নিহতদের পরিবার কে ধৈরজ ধারণ করার তৌফিক দান করুক আমিন 🤲🤲

  10. দেশের নাগরিক হয়ে কি আর বলব রাস্তা দখল করে নিয়েছে পার্কিংয়ের জন্য ।
    আর এদিকে নির্মাণ কাজ চলছে সরকারি কর্মকর্তাদের উদাসীনতায়।
    যার জন্য প্রাণ গেল অসহায় ৫ জন ব্যক্তির।

  11. ১৫০ টন কেন ২৫০ টন বহন করতে পাড়ে এরকম অনেক ক্রেন রয়েছে ঢাকার রাস্তাগুলোতে। সবই কাজে গাফলুতি, শোকদিবসের টাকা দিয়ে পিকনিক করছে যতসব ফাউলের দল।

  12. 😭😭😭😭😭😭😭😭 বড়ই দুঃখজনক বিষয় আমার মনে হয় কর্তৃপক্ষের অবহেলার কারণেই এই ঘটনাটি ঘটেছে

  13. আওয়ামী সরকারের চোর বাটপরা গেলে রাস্তা বন্ধ করে দেয়া হয় । আর জনগণের নিরাপত্তা ব্যবস্থার জন্য রাস্তা বন্ধ করে না কেন? জানাবেন প্লিজ

  14. গাড়িকে সিগন্যাল দেয়ার মতন কোনো লোকই ছিল না, এত বড় জুঁকিপূর্ণ কাজে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here