Home Immigration পর্তুগালের জব সিকার ভিসার জন্য যেভাবে আবেদন করবেন|| Portugal Job Seeker Visa 2022-23

পর্তুগালের জব সিকার ভিসার জন্য যেভাবে আবেদন করবেন|| Portugal Job Seeker Visa 2022-23

15
পর্তুগালের জব সিকার ভিসার জন্য যেভাবে আবেদন করবেন|| Portugal Job Seeker Visa 2022-23

পর্তুগালের জব সিকার ভিসার জন্য যেভাবে আবেদন করবেন|| Portugal Job Seeker Visa 2022-23

পর্তুগালের জব সার্চ ভিসা ২০২২, আবেদন লিংক।

application form –

🇵🇹🇵🇹পর্তুগালের জব সার্চ ভিসার জন্য এম্বাসিতে যা যা নিয়ে যেতে হবে বাংলায় লিখে দিলাম। 🇵🇹🇵🇹

১/ ভিসা ফর্ম (হাতে অথবা কম্পিউটারে)

২/ পাসপোর্ট সাইজের 2 কপি ছবি তোলা (২ মাসের বেশী
পুরাণ না)

৩/ পাসপোর্ট (ওয়েবসাইটে 3 মাস লিখা কিন্তু মিনিমাম যেন ৬ মাস মেয়াদ থাকে)

৪/ রেসিডেন্স কার্ড (যদি দেশের বাহিরে থাকেন)

৫/ ক্রিমিনাল রেকর্ড ফর্ম (হাতে বা কম্পিউটারে করতে হবে)

৬/ পুলিশ ক্লিয়ারেন্স। (যদি দেশের বাহিরে ১ বছরের বেশী থাকেন তাহলে সেই দেশের)

৭/ ট্রাভেল ইন্সুরেন্স।

৮/ফ্লাইট বুকিং (টিকেট কিনা লাগবেনা শুধু বুকিং দিয়ে যাবেন)

৯/ ব্যাংক ব্যালেন্স (মিনিমাম ৩ মাসের স্যালারি ৭০৫x৩=২১১৫ ইউরো।

১০/ IEFP ডিকলারেশন ফর্ম, যেটা পেয়েছেন PDF আকারে।

এম্বাসিতে/VFS এ Appointment নেয়ার পর এই সব গুলো ডকুমেন্টস রেডি করে নিয়ে যেতে হবে।

নোট:- ওয়েবসাইটে সিভির কথা বলা নেই, তবে অবশ্যই অবশ্যই আপনার সাথে একটা ফার্স্টক্লাস লেভেলের সিভি/কাভার লেটার রাখবেন। কারন ভিসা অফিসার যে কোনো সময় আপনার সিভি দেখতে চাইতে পারে।

বি:দ্র- কেউ কপি করলে অবশ্যই আমাদের পেইজ অথবা গ্রুপের নাম মেনশন করবেন। ধন্যবাদ।
if you need any kind of help don’t call me don’t text me on fb . just email to me Don’t say hi hello how are you . please write down your details & question , Thanks
email – raffinrana4@gmail.com

source

15 COMMENTS

  1. ভাই সাহেব পর্তুগালের জব সার্চ ভিসার জন্য সিভি এবং কাভার লেটার লাগবে দয়া করে জানাবেন প্লিজ ভাই

  2. ভাইয়া উপরের ফ্রমটাকি আবেদন করারা পরে লাগবে….. ফটু এবং ট্রাবেল ইন্সুইরেন্স এবং পুলিস ক্লিয়ারেন্স সার্টিফিকেট

  3. ভাই আমি দুবাই থাকি | আপনার ভিডিও দেখে আমি আবেদন করেছিলাম এমন confirmation mail আসছে। এখন ভাই Application from পূরন করে আমি দুবাই থেকে কিভাবে জমা করব? আমার কি embassay থেকে appointment নিতে হবে নাকি আমি সরাসরি দুবাইতে যে পুর্তগাল embassy আছে সেখানে যোগাযোগ করব? আর embassy face করার সময় সাথে কি কি papers নিতে?

    please ভাই জানাবেন
    আর আপনার সাথে যোগাযোগ করার কোনো মাধ্যম থাকলে বলবেন pleaee 🙏🙏🙏🙏

  4. আমি একজন লোকের মাধ্যমে সৌদি আরব VFS এপয়েন্টমেন্ট ডেট নিয়েছি। এবং সম্ভবত যখন এপয়েন্টমেন্ট ডেট ফরম পূরণ করেছে এখানে সে তার ইমেইল এড্রেস এবং তার ফোন নাম্বার ব্যবহার করেছে। সেই লোকটাও আমার সাথে সৌদি আরব থাকে। এখন আমার প্রশ্ন হল যখন vfs কি আমাকে আমার পাসপোর্ট ডেলিভারি দিবে। না যার নাম্বার এবং ইমেইল এড্রেস ব্যবহার করেছে তাকে দিবে। আমি কিন্তু আবেদনকারী। কারো জানা থাকলে উত্তর দেবেন। ভয় হয় সে যদি আমাকে ব্ল্যাকমেল করে।

  5. ভাই ফরমটাকি কম্পিউটারে টাইপ করতে হবে এবং প্রতিটা পেপারস কি আপলোড করতে হবে, এবং আপলোড পেপারস কি প্রিন্ট আউটকরে সাথে রাখতে হবে

  6. আসসালামু আলাইকুম ভাই। ভাই সবাই কিভাবে ফরম ফিলাপ করবো সেই ভিডিও দেয় কিভাবে বাংলাদেশ থেকে এপয়েন্টমেন্ট নিব সেই ভিডিও দেয় না। যদি পারেন কিভাবে বাংলাদেশ থেকে এপয়েন্টমেন্ট নিব সেই ভিডিও দিয়েন। ধন্যবাদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here