Home Immigration পর্তুগালে ওয়ার্ক পারমিট নিয়ে কীভাবে আসবেন, ভিসা প্রসেস ও খরচ কেমন? Portugal Work Permit VISA

পর্তুগালে ওয়ার্ক পারমিট নিয়ে কীভাবে আসবেন, ভিসা প্রসেস ও খরচ কেমন? Portugal Work Permit VISA

30
পর্তুগালে ওয়ার্ক পারমিট নিয়ে কীভাবে আসবেন, ভিসা প্রসেস ও খরচ কেমন? Portugal Work Permit VISA

#PortugalWorkPermitVISA #WorkPermitinPortugal #PortugalWorkVisa #WorkinginPortugal #WorkVisaRequirementsinPortugal #WorkPermit #EmploymentVisa

পর্তুগালে ওয়ার্ক পারমিট নিয়ে কীভাবে আসবেন, ভিসা প্রসেস কী এবং খরচ কেমন? পর্তুগাল সরকার বলছে, তাদের প্রায় ৮০ হাজার কর্মী দরকার। তাই ওয়ার্ক পারমিট নিয়ে দেশটিতে আপনিও আসতে পারেন। এমনকি দেশটির সরকার সম্প্রতি ‘জব সার্চ’ ভিসা চালু করায় ওয়ার্ক পারমিট ছাড়াও আপনি আসতে পারবেন। পর্তুগালে সহজে স্থায়ী হওয়া ও নাগরিকত্ব পাওয়া নিয়ে ধারাবাহিক কনটেন্টের আজ ষষ্ঠ পর্ব। এই পর্বে ওয়ার্ক পারমিট থেকে শুরু করে ভিসা পাওয়া পর্যন্ত পুরো প্রসেস, খরচ এবং দালালের ব্যাপারে সতর্ক বার্তা তুলে ধরা হয়েছে। এর আগের ও পরের পর্বগুলো দেখতে এবং ফেসবুকে নিয়মিত আপডেট পেতে ফলো ও লাইক বাটনে ক্লিক করুন 👉

#PortugalWorkPermitVISA #WorkPermitinPortugal #PortugalWorkVisa #WorkinginPortugal #WorkVisaRequirementsinPortugal #WorkPermit #EmploymentVisa #PortugalJobSeekerVisa #MovingtoEuropeWithoutJobOffer #portugalworkpermitapplyonline #workpermitcompanyinPortugal #portugalworkpermitvisa2022 #portugalworkpermitprocessingtime #portugalworkpermitcost #howtoconverttouristvisatoworkpermitinPortugal #portugalworkvisaopendate #portugalagriculturevisa #PortugalVisaFromBangladesh #portugalworkvisaforBangladeshi

source

30 COMMENTS

  1. আমার কোন relative যদি পর্তুগালে নতুন restaurant open করে তাহলে ওনি কি আমার জন্য work permit বের করতে পারবে। Plesse আপু answer দিন।

  2. ইউরোপ এর কোন কোন দেশে বাচ্চা হলে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়া সহজ হবে প্লিজ জানান নেক্সট ভিডিও তে

  3. আপু,,,,পর্তুগাল এর ওয়ার্ক পারমিট ভিসা নাকি বন্ধ করে দিবে ২০২৩ সালে। এ কথা কি সত্যি, দয়া করে জানাবেন প্লিজ।

  4. আস্ সালামুয়ালাইকুম আপু সৌদি আরব তেকে কি ভাবে পর্তুগাল যেতে পারি সেই বিষয়ে প্লিজ বলবেন।

  5. আসসালামু আলাইকুম আপু, আমরা যারা অবৈধ ভাবে রোমানিয়া থেকে পর্তুগাল আসবো তারা পর্তুগাল এসে কোন আর্টিকেল কাগজ গুলো করবো? ফিন্যানস নাম্বার, স্যোসাল নাম্বার, জুনতা, এই কাগজ গুলো কোথায় গিয়ে করবো? কোথায় গিয়ে শেফ এন্টি করলে ভালো হবে এবং শেফ এন্টি করতে আরও কি কি কাগজ লাগে? কারন পর্তুগালে ভালো মানুষের থেকে বাটপার দাদাল বেশি যারা টাকা মেরে দেয় কিন্তু ঠিক মতো কাজটাও করে দেয় না, আপু এমন একটা ভিডিও চাচ্ছি যে ভিডিও দেখে দেখে এই সব কাজ গুলো করতে পারবে, সবাই ভিডিও বানায় কিন্তু যে ইনফেকশন দরকার সেটা কেউ দেয় না বা ঐ বিষয় ভিডিও বানায়া না, তাই আপনার কাছে এ বিষয় সম্পুর্ন ভিডিও আশা করছি তা হলে বহু মানুষের উপকার হবে, ভিডিও টি বড় হলেও কোনো সমস্যা হবে না, ধন্যবাদ আপু।

  6. আপু আমি ওমান থাকি, আমি দীর্ঘ ১১ বছর ধরে এখানে আছি, আমি একজন কফি মেকার / barista দীর্ঘ ৪ বছরের অভিজ্ঞতা আছে, আমার জন্য যদি পারেন তা হলে একটা ওয়ার্ক পারমিট ম্যানেজ করে দেন, প্লিজ প্লিজ প্লিজ আপু,

  7. আমার কোন relative যদি পর্তুগালে নতুন restaurant open করে তাহলে ওনি কি আমার জন্য work permit বের করতে পারবে। Plesse আপু answer দিন।

  8. Ami UK te Master's kore Tier 2 job e achhi. Portugal ke second PR option hishebe rakhte chaichhi, amar proshno holo jodi Phd. kori Portugal e (UK Tier 2 job chola kalin) tahole ki 'oi studentship period' tao counted hobe towards PR in Portugal, ektu jodi ans. dan, ami Kolkata theke amar family ebong 5 yrs. akta child achhe UK te! England theke likhchhi..

  9. আপু গতকালকের আপনার বিডিও তে বলেছেন ভিজিট ভিসায় এসে স্থায়ী হতে হলে ৬মাস সময় লাগবে। কিন্তু দেখতেছি অনেকে ২বছরের ও প্রথম রেসিডেন্স কার্ড পায় নাই এখনো।

  10. আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আপু আমি আস্তে চাই বিসস্ত এজেন্সি ঠিকানা দিন প্লিজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here