Home Immigration পর্তুগালে বাংলাদেশিদের ব্যাপক কর্মসংস্থানের সুযোগ; পাওয়া যাচ্ছে ভিসা | Portugal Visa

পর্তুগালে বাংলাদেশিদের ব্যাপক কর্মসংস্থানের সুযোগ; পাওয়া যাচ্ছে ভিসা | Portugal Visa

31
পর্তুগালে বাংলাদেশিদের ব্যাপক কর্মসংস্থানের সুযোগ; পাওয়া যাচ্ছে ভিসা | Portugal Visa

পর্তুগালের কৃষিখাতে কাজ করার সুযোগ বাড়ছে বাংলাদেশিদের। অভ্যন্তরীন কর্মী সংকটে রয়েছে দেশটি। কিন্তু, পর্তুগালের এ সংকটকে কাজে লাগাতে পারে বাংলাদেশ- এমনটাই অভিমত প্রবাসীদের। চাইলেই দেশটির কৃষিখাতে জনশক্তি রফতানি করতে পারে সরকার। এতে, বাড়বে দেশের রেমিট্যান্স প্রবাহ। পর্তুগাল থেকে সহকর্মী জহুরুল ইসলাম মুনের প্রতিবেদনে বিস্তারিত।

Opportunities for Bangladeshis to work in Portugal’s agriculture sector are increasing. The country is facing an internal manpower crisis. But Bangladesh can exploit this crisis in Portugal – that’s the opinion of expatriates. The government can export manpower to the agricultural sector of the country if it wants. This will increase the country’s remittance flow. Details in the report of colleague Zahurul Islam Moon from Portugal.

– Subscribe to our channel:
– Follow us on Twitter:
– Find us on Facebook:
– Check our website:

#portugal #visa #agriculture #JTV #যমুনাটিভি

source

31 COMMENTS

  1. বিষয় জানাবেন,আমার ফারমেট বাহির,হইচে গেচে,মাসের,২৮ তারিখে আমি কি এখন ইন্ডিয়া যাওয়া লাগবে নাকি বাংলাদেশ থেকে কাজ করাইতে পারবে,

  2. ১০/১২ লক্ষ টাকা দিয়ে গিয়ে মাসে বেতন পাবেন ৮০/৯০ হাজার টাকা। মাসে খরচ হবে ৪০/৫০ হাজার টাকা। লোভে পড়ে কেউ এত টাকা খরচ করে পর্তুগালে না যাওয়াটাই উত্তম

  3. বিদেশ নাম নিলেই ৩.৫ লাখ টাকার কথা ভাবতে হয়। সরকারের জিডিপি বাড়বে কী করে। সরকার পদক্ষেপ করতে পারে না। আবার হয়রানি ঠিকই করে।

  4. সরকারের উচিৎ দ্রুত পুর্তুগাল,মাল্টা,রোমানিয়া এসব দেশের এম্বাসি চালু করা

  5. প্রবাসী তথ্য কেন্দ্র " নামে একটি তথ্য কেন্দ্র খোলা হউক। পৃথিবীর সব দেশেই বাংলাদেশী অভিবাসী আছে।তাদের মাধ্যমে তথ্যকেন্দ্রে সেই দেশে কি ধরনের জনশক্তি চাহিদা আছে তা জেনে প্রশিক্ষণের মাধ্যমে জনশক্তি (ভাষা সহ তৈরি করা)।সেই জনশক্তি র ডাটাবেইজ তৈরি করে বিদেশে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে সে দেশের ফ্যাক্টরী গুলিতে প্রশিক্ষিত জনশক্তির ডাটা প্রদান করা।এভাবে সে দেশের চাহিদা মোতাবেক দক্ষ জনশক্তি বিদেশে যাবে।

  6. যেতে চাইলে লাগবে ১৪লক্ষ টাকা।
    কৃষি কাজ করতে এমন টাকা দিয়ে পর্তুগাল যাওয়ার সামার্ত আমাদের নেই।

  7. বাংলাদেশ যেই দালাল পর্তুগাল যেতে বাংলাদেশি ২০। লাখ টাকা চাইবে

  8. The urine of a cow, the feces,milk,curd,clarified butter and the water in which kusa(grass) (has been dipped) (being taken) and a night’s fasting would purify even a vile person. It was practiced by the gods in days of yore to destry all inauspiciousness. If each one of the above was practiced for three days, it was known as the mahasantapana. This is capable of fulfilling all the desires(of person) and destroying all that is inauspicious.( Agni Purana Chapter:292 ;Verse:6b-8;Page:799)

    গরুর প্রস্রাব, মল, দুধ, দই, পরিষ্কার মাখন এবং যে পানিতে কুসা (ঘাস) (ডুবানো হয়েছে) (নেওয়া হচ্ছে) এবং একটি রাতের রোজা একজন অশুভ ব্যক্তিকেও পবিত্র করবে। প্রাচীনকালে দেবতারা সমস্ত অশুভকে নাশ করার জন্য এটি অনুশীলন করেছিলেন। উপরোক্ত প্রত্যেকটি তিন দিন অনুশীলন করলে তা মহাসন্তপনা নামে পরিচিত। এটি (ব্যক্তির) সমস্ত বাসনা পূর্ণ করতে এবং অশুভ যা কিছু ধ্বংস করতে সক্ষম।(অগ্নি পুরাণ অধ্যায়: ২৯২; শ্লোক: ৬b-৮; পৃষ্ঠা: ৭৯৯)( অগ্নি পুরাণ পড়তে চাইলে আপনার ইমেইল আপলোড করুন।)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here