
পর্তুগালের অন্যতম জনপ্রিয় ইমিগ্রেশন আইন (সেফ) এর ৮৮.২ আর্টিকেল যার মাধ্যমে খুব সহজেই রেসিডেন্ট কার্ড আবেদন করা যায়। এর কিছু ভ্রান্ত ধারণা এবং কমন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করেছি যা আপনাদের কাজে লাগবে।
যেই প্রশ্নগুলির সম্মুখীন হচ্ছি:
কয়টা টেক্স দিলে সেফে উঠা যাবে ?
পূর্ববর্তী ট্যাক্স দিব কিনা ?
পাসপোর্ট এর মেয়াদ শেষ রিনুয়াল করতে হবে কি করব ?
কোন সেফ ভালো হবে ?
সেফ এন্টি করেছি কবে ইমেইল আসবে ভাই ?
কারো পরামর্শ যেমন এক ভাই গেছে কোনো সমস্যা হয়নি, অমুক ভাই এভাবে পেয়েছে ইত্যাদি ?
আমার ফেসবুক পেজ:
সতর্কবার্তা: আমি কোন সলিসিটর বা অ্যাডভোকেট নই আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং ইমিগ্রেশনের ওয়েবসাইটে প্রকাশিত নিয়ম কানুন দেখে বিষয়গুলো উপস্থাপন করছি। কোন সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই আপনি বা একজন অভিজ্ঞ আইনজীবি পরামর্শ নিবেন। কেননা বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ এবং ভুল পদক্ষেপ নিলে আপনার স্বপ্নযাত্রায় ক্ষতির সম্মুখীন হতে হতে পারে।
source
Please ensure voice quality
I want to contact with you brother.. Where can i get your number?