
What are the required documents for SEF entry Article 88.1, Article 88.2, Article 123, Portugal, পূর্তগালে সেফ এন্ট্রি করতে কি কি ডকুমেন্টস লাগে, কিভাবে এবং কোন ওয়েব সাইট থেকে আপনি সেফ এন্ট্রি করবেন, পূর্তগালের ইম্মিগ্রেশন আইন অনুসারে আরটিক্যাল ৮৮.২, ৮৮.১, ১২৩ এর বিস্তারিত আলোচনা।
নীচের ওয়েব সাইটে গিয়ে আপনি সেফ এন্ট্রি করবেনঃ
পর্তুগালের লিগ্যাল এন্ট্রি বা এন্ট্রি ডিক্লারেশন কিভাবে করবেন ?
কাদের জন্য লিগ্যাল এন্ট্রি বাধ্যতামূলক ?
যারা ৩য় কোন দেশের নাগরিক ( পর্তুগাল, ইউরোপিয়ান মেম্বারস স্টেটস বাদে ) তারা যদি ইউরোপে ভিসা নিয়ে প্রবেশ করে তাহলে তাদেরকে পর্তুগাল এন্ট্রির ৩ দিনের মধ্যে পর্তুগীজ বর্ডার এন্ড ফরেইনার সার্ভিসে এন্ট্রি রেজিস্ট্রাশন করতে হবে । এটা বাধ্যতামূলক সেফের ভাষ্য মতে । আপনি অন্য কোন দেশে আসার পর সেঞ্জেন মেম্বারস স্টেটস হিসাবে পর্তুগালে ভিসা বর্ডার কন্ট্রোল ছারাই আসতে পারবেন , পর্তুগালে অন্য দেশ থেকে প্রবেশের ৭২ ঘন্টার মধ্যে আপনাকে লিগ্যাল এন্ট্রির আবেদন করতে হবে অন্যথায় লিগ্যাল এন্ট্রি আর কোন অপশন থাকবে না । তবে আপনি যদি পর্তুগালের ইমিগ্রেশন ক্রস করে আসেন অর্থাৎ আপনার পাসপোর্টে এন্ট্রি ষ্ট্যাম্প থাকে তাহলে আপনাকে আর লিগ্যাল এন্ট্রির দরকার পরবে না । আপনি অ্যাটোমেটিকেলি সেফের ভিসা ইনফরমেশন সিস্টেমে ডাটা এন্ট্রি করা হয়ে যাবে ।
কাদের দরকার নেই লিগ্যাল এন্ট্রি ?
1. যারা অন্যদেশের ( সেঞ্জেন মেম্বারস স্টেটস ) ভিসা বা রেসিডেন্স পারমিট আছে যা দিয়ে আপনি অই দেশে ৬ মাসের বেশি থাকতে পারবেন তাহলে আপনাকে লিগ্যাল এন্ট্রি করতে হবে না ।
2. যদি আপনি পর্তুগালের ইমিগ্রেশন ক্রস করে আসেন পাসপোর্টে এন্ট্রি সিল/ ষ্ট্যাম্প থাকে তাহলে আপনাকেও লিগ্যাল এন্ট্রি করা লাগবে না।
3. আপনি পর্তুগাল প্রবেশের পর যদি কোন হোটেলে অবস্থান করেন আর সেই হোটেল থেকে যদি সেফের এন্ট্রি রেজিস্ট্রেশন ফর্ম দেয়া হয় আপনাকে তাহলে আপনাকেও লিগ্যাল এন্ট্রি করতে হবে না । হোটেল অথরিটিস কাজ সেরে দিবে আপনার টা।। আপনি জাস্ট একটা কপি চেয়ে নিবেন ওদের থেকে . বর্তমানে বাংলাদেশি আসার পর বাঙালি এরিয়ায় যেকোনো হোস্টেল ( যাদের হোস্টেল চালানোর লাইসেন্সধারী ) তাদের হোটেলে উঠলে আপনি সেটা করে নিতে পারবেন . অনেকে ২০/৩০ ইউরো নিয়ে হোটেলে না অবস্থান করলেও সেটা দিয়ে দেয় .
মার্টিম মনিজ, Ben Formos Lange এ এ বেপারে খুঁজে নিলে ই সব পাবেন .
4. যদি ইউরোপিয়ান লিগ্যাল ফ্রেমওয়ার্ক অনুযায়ী পর্তুগালের সাথে কোন চুক্তি থাকে তাহলে আপনাকে লিগ্যাল এন্ট্রি করতে হবে না।।
5. এখন কত দিনের মধ্যে করতে হবে ??
৩ দিনের মধ্যে।
6. লিগ্যাল এন্ট্রি ৩ দিনের মধ্যে যদি না করতে পারি তাহলে কি হবে ?
আপনি যেকোনো বর্ডার এন্ড ফরেইনার সার্ভিস এর হাতে ধরা পরলে ৬০ থেকে ১৬০ ইউরো পর্যন্ত জরিমানা করবে সাথে দেশ ত্যাগের নির্দেশ কিংবা অন্য যেকোনো ধরনের ঝামেলায় পরবেন। এটা আর্টিকেল ১৪ ধারায় আপনি আইন ভঙ্গ করেছেন তারা আপনাকে আইন অনুযায়ী সাজা এবং জরিমানা উভয়টা করতে পারেন ।
7. কি কি লাগবে legal Entry করতে ?
আপনার অরিজিনাল ভিসা সহ পাসপোর্ট.
অরিজিনাল টিকেট এবং বোর্ডিং পাস।
8. কোথায় লিগ্যাল এন্ট্রি করতে হবে ?
পর্তুগীজ বর্ডার এন্ড ফরেইনার সার্ভিসের যেকোনো অফিস বা রিজিওনাল অফিসে যেয়ে করতে পারবেন। তাদের অফিসের লিস্ট গুলো দেখতে পারবেন নিচের লিঙ্কের মাধ্যমে সেফ SEF– Serviço de Estrangeiros e Fronteiras -পর্তুগীজ বর্ডার এন্ড ফরেইনার সার্ভিস ।
SEF Contact Center
For information and appointments to travel to the SEF
Telephone (to landline): (+351) 808 202 653
Telephone (for mobile network): (+351) 808 962 690
E-Mail: gricrp.cc@sef.pt
Fax: (+351) 214 236 640
Hours: 8:00 – 20:00 (weekdays)
source