Home Immigration বিরাট সুযোগ!! IELTS, Fund, জব অফার ও বয়স সীমা ছাড়া মাত্র ৭৫০০ টাকায় ১৫ দিনে পর্তুগাল ভিসা #portugal

বিরাট সুযোগ!! IELTS, Fund, জব অফার ও বয়স সীমা ছাড়া মাত্র ৭৫০০ টাকায় ১৫ দিনে পর্তুগাল ভিসা #portugal

23
বিরাট সুযোগ!! IELTS,  Fund, জব অফার ও বয়স সীমা ছাড়া মাত্র ৭৫০০ টাকায় ১৫ দিনে পর্তুগাল ভিসা #portugal

বিরাট সুযোগ!! IELTS, Fund, জব অফার ও বয়স সীমা ছাড়া মাত্র ৭৫০০ টাকায় ১৫ দিনে পর্তুগাল ভিসা #portugal

পর্তুগাল জব সিকার ভিসা আবেদন ফর্ম

পর্তুগালে বেসিক চাকরির সুযোগ ব্যবস্থা হল যে আপনি যদি আইনি ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে পড়াশোনা করতে যান তবে আপনি অনেক সুবিধা পাবেন। আপনার সেলারি একটু কম হতে পারে, তবে আপনি অন্যান্য ইউরোপীয় দেশের তুলনায় এখানে বেশি সুবিধা পাবেন।

আপনি যদি ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে পর্তুগালে প্রবেশ করতে পারেন তবে আপনি সেখানে এক পর্যায়ে ক্লাস পাবেন। আপনার যদি আরটিআর থাকে তবে আপনি পাসপোর্টের জন্য আবেদন করতে পারেন।

চাকরি পাওয়ার তিনটি উপায় রয়েছে। আপনি স্থানীয় এজেন্সিগুলির মাধ্যমে তাদের যেকোনো একটি পরিচালনা করতে পারেন। এক্ষেত্রে আপনার খরচ একটু বেশি হবে। স্থানীয় সংস্থার মাধ্যমে জানতে পারলে, পর্তুগালের কাজের ভিসার খরচ হতে পারে ১০ থেকে ১২ হাজার টাকা।

পর্তুগালে আপনার কোনো আত্মীয় থাকলে তাদের মাধ্যমে আপনি পর্তুগালে চাকরি পেতে পারেন। তারা আপনার জন্য একটি কাজের ব্যবস্থা করতে পারে এবং তারপরে আপনাকে একটি কাজের ভিসা প্রদান করতে পারে।

 যাদের আত্মীয় নেই বা যারা এই এজেন্সিগুলোকে বেশি সময় দিতে পারে না তাদের জন্য আজকের পোস্টের শেষে আমি একটি ওয়েবসাইটের লিঙ্ক শেয়ার করব যেখানে আপনি চাকরি খুঁজে পেতে পারেন। 

তারা সাইটে গিয়ে ইউরোপীয় স্টাইলে আপনার জীবনবৃত্তান্ত সুন্দরভাবে সাজিয়ে ভিসার জন্য আবেদন করতে পারে। প্রার্থীর মূল উদ্দেশ্য তার আগের চাকরির ব্যবস্থা করা।

জব পাওয়ার জন্য তিনটা মাধ্যম রয়েছে।  আপনি লোকাল যে এজেন্সিগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে কোন ম্যানেজ করতে পারেন। সেক্ষেত্রে আপনার খরচটা একটু বেশি পড়বে। যদি আপনি লোকাল এজেন্সিগুলোর মাধ্যমে জানতে ক্ষেত্রে পর্তুগাল ওয়ার্ক পারমিট ভিসার জন্য 10 থেকে 12 লাখ টাকা পর্যন্ত খরচ হতে পারে।

হাতের মুঠোয় এইবার পর্তুগাল ভিসা। ঢাকায় সেপ্টেম্বর থেকে খুলে যাচ্ছে পর্তুগাল এম্বেসি। আর নয় দিল্লী, এইবার ঘরেই চলে আসলো পর্তুগাল এর মহাসুযোগ। দিল্লী তে গিইয়ে থাকা, খাওয়ার কষ্ট, টাকা নষ্ট, আরো কত কি। তাই এখন ব্যাগ গুছান। ফাইল রেডি করেন। সময় চলে এসেছে নিজে নিজেই এপ্লাই করে পর্তুগাল এর ভিসা হাতে নিন, উড়াল দিন রোনালদোর দেশে। মাত্র ৬০ হাজার টাকা যারা মাসে ইনকাম করেন, তারাই পর্তুগাল এর ভিসার জন্য অপ্লাই করতে পারেবেন। পর্তুগাল সমৃদ্ধ ও সুন্দর ইউরোপীয় ইউনিয়ন ও সেনজেনভুক্ত দেশ সমূহের একটি। ইউরোপের একবারে পশ্চিমে আটলান্টিকের পাড়ে পর্তুগালের অবস্থান। নতুন করে বর্তমান সময়ের পর্তুগাল সম্পর্কে পরিচয় করিয়ে দেবার কিছুই নেই আমি মনে করি . বর্তমান ফুটবলের জাদুকর রোনালদোকে যারা চিনে তারা সবাই পর্তুগালকে চেনার কথা. ক্রিস্টিয়ান রোনালদো এই পর্তুগালের ই বাসিন্দা। ৩ দিকে সমুদ্র (আটলান্টিক মহাসাগর আর একদিনে স্পেনের বর্ডার . ইউরোপিয়ন ইউনিয়নের সবচেয়ে বেশি ইমিগ্রান্ট ফ্রেন্ডলি কান্ট্রি হচ্ছে এই পর্তুগাল বর্তমান সময়ে। বর্তমান সময়ের ইউরোপের যে কয়টি দেশে স্থায়ী বসবাসের সুযোগ রয়েছে তার মধ্যে পর্তুগাল অন্যতম। ইউরোপের অন্য দেশের বৈধ, অবৈধ সকল অভিবাসীদের বৈধতা নেয়ার সুযোগ আছে পর্তুগালে। আবেদনকারীকে কি কি ডকুমেন্টস মেনেজ করতে হবে ? সম্পূর্ণ নির্ভুলভাবে পুরনকৃত ভিসা আবেদন ফরম পাবেন। ভ্যালিড পাসপোর্ট (মিনিমাম ২ পাতা খালি আছে এবং মেয়াদওয়ালা) সাদা বাকগ্রাউন্ডের দুই কপি সদ্য তুলা ছবি। সেঞ্জেন ট্রাভেল/ মেডিক্যাল ইনস্যুরেন্স যা পুরো ইউরোপে কভার করবে। নিজ দেশের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। পর্তুগালের বাসা বয়া রেন্টাল এগ্রিমেন্টের কপি অথবা নিজের কেনা বাসা বাৎসরিক ইনকামের প্রমাণাদি, বাবসা প্রতিষ্ঠানের ভাড়ার ইনকাম, ইত্যাদি।
সব কিছু তো ভিডিও তেই বলে দিয়েছি, তারপরো যদি প্রশ্ন থাকে, তাহলে আমাকে ইমেইল করতে পারেনঃ snahasishkar@gmail.com

Keywords;

Portugal, Portugal visa 2022, Bangladesh to Portugal, how to go Portugal, Portugal D 7 Visa, Portugal work permit visa 2022, Portugal work permit visa for Bangladeshi, Portugal work permit visa for Indians, Portugal tourist visa, government recruit process of Portugal, dhaka to Portugal, Portugal visa, easy way to go Portugal, Europe visa, middle east to Portugal, পর্তুগাল, পর্তুগাল ভিসা, ভিসা, পর্তুগাল ভিসা ২০২২, বাংলাদেশ থেকে পর্তুগাল, পর্তুগাল জব ভিসা, পর্তুগাল জব ভিসা ২০২২, কিভাবে পর্তুগাল যাবো, পর্তুগাল দেশ, সরকারি ভাবে পর্তুগাল ২০২২, সরকারি ভাবে লোক নিচ্ছে পর্তুগাল, মধ্যপ্রাচ্য হতে পর্তুগাল, পর্তুগাল কাজের ভিসা ২০২২, সহজে পর্তুগাল

#Portugal
#Portugal visa
#Portugal work visa
#Portugal visa 2021
#Portugal visa from Bangladesh
#Portugal visa from dubai
#Portugal visa from Malaysia
#Portugal visa from Saudi arab
#Portugal work permit
#Portugal work permit visa from Bangladesh
#good agency of Portugal visa
#visa of Portugal
#Portugal visa for Bangladeshi
#বাংলাদেশ থেকে পর্তুগাল
#আরব থেকে পর্তুগাল
#পর্তুগাল ভিসা ২০২১
#পর্তুগাল ভিসার এজেন্সি
#পর্তুগাল এর ভিসার খরচ
#expense of Portugal visa

ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব।

ধন্যবাদ সবাইকে 😊প

source

23 COMMENTS

  1. এতো বরো সুজুগ ভাই আমি আপনার সাথে জুগাজুগ করতে চাই আপনার নামবারটা দিন

  2. আচ্ছা সব ঠিক আছে। ভিসা প্রসেসিং সব যাওয়া আসা সব মিলিয়ে পর্তুগাল যাওয়া পর্যন্ত কত টাকা লাগতে পারে মোট??

  3. আস্সালামুআলাইকুম ভাইয়া।
    দয়া করে এমন একটা নির্ভর যোগ্য এজেন্সির ঠিকানা দিন, যারা সত্যিই কাজ করতে পারবে। ধন্যবাদ

  4. ভাই নির্ভর যোগ্য একটা এজেন্সির ঠিকানা দিন যাতে করে ভালো ভাবে আবেদন করতে পারি,,,, খুবেই উপকৃত হবে,,,,,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here