Home Immigration ‘ভিসা কনসালটেন্সি ফার্ম’র ফাঁদ! কানাডা পাঠানোর নামে প্রতারণা! | Visa Fraud | Jamuna TV

‘ভিসা কনসালটেন্সি ফার্ম’র ফাঁদ! কানাডা পাঠানোর নামে প্রতারণা! | Visa Fraud | Jamuna TV

29
‘ভিসা কনসালটেন্সি ফার্ম’র ফাঁদ! কানাডা পাঠানোর নামে প্রতারণা! | Visa Fraud | Jamuna TV

ভিসা কনসালটেন্সি ফার্ম। প্রতারণার এক নতুন ফাঁদ। শুধু রাজধানীতেই আছে এমন কয়েকশ’ প্রতিষ্ঠান। যাদের মূল ব্যবসা মেডিকেল টেস্ট। কানাডা গমনেচ্ছুদের ফিট-আনফিট সার্টিফিকেট দেয়ার নামে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। মেডিকেল সেন্টারগুলোর সাথে যোগসাজশেই চলছে এই প্রতারণা। যাদের মূল টার্গেট গ্রামের সহজ সরল মানুষ।

‘ভিসা কনসালটেন্সি ফার্ম’র ফাঁদ! কানাডা পাঠানোর নামে প্রতারণা! | Visa Fraud | Jamuna TV

– Subscribe to our channel:
– Follow us on Twitter:
– Find us on Facebook:
– Check our website:

#JamunaTelevision #JTV #যমুনাটিভি

source

29 COMMENTS

  1. সাংবাদিক ভাইদের কে অসংখ্য ধন্যবাদ, এমন নিউজ প্রচার করার জন্য সত্যটা তুলে ধরার জন্য এমন অনেকে আছে মানুষের অনেক কষ্টের টাকা তারা ছিনিয়ে নিচ্ছে এদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার,আর যেনো কেহই এমন কাজে জড়িত হতে না পারে……

  2. এইসব প্রতারণা কারী ও প্রতারক চক্রর এবং এর সাথে জারা জরিত থাকে তাদের সবাইকে ধরে যায়গায় ক্রসফায়ার করে মারা উচিত.

  3. এই যুগেও এসে পাবলিক এতো বেকা হয় কেমনে, তারা কীহ জানে নাহ যেহ কানাডা কোন জব ভিসা দেয় নাহ।কোম্পানি সরাসরি Employer এর মাধ্যমে Hiring করে,কোন এজেন্সি মাধ্যমেহ লোক নিয়োগ করে নাহ কানাডা।

  4. বাংলাদেশের মতো এতো বাটপার শ্রেনির লোকের লোক পূথিবীর অন্য কোন দেশে কম ই পাওয়া যায়।।

  5. এই জন্যই এই দেশে থাকতে মন চায়না….! সরকারের কোনো কঠিন ভুমিকা ও দেখছি না। যে প্রবাসীর টাকায় দেশের অর্থনৈতিক দিক থেকে সর্বোচ্চ ভুমিকা রয়েছে, সেই খেটে খাওয়া মানুষ গুলোর জন্য ও দূর্নীতি দমন করছে না সরকার।

  6. Express Association, রাজলক্ষ্মী এইচএম প্লাজা, উত্তরা, ঢাকা এই প্রতিষ্ঠানও একই কাজ করছে। এদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

  7. বাংলাদেশের জনগণ দেখতে চাই সরকার এদের উপর কি ব্যবস্থা নেয়, নাকি শুধু রিক্সাওয়ালারই ব্যবস্থা নিতে পারে ।
    যে অটো রিক্সা অবৈধ এগুলো চলবে না

  8. এদের শাস্তি দাবি করি আমরা সাধারণ মানুষ সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছি আমার থেকেও কানাডা পাঠাবে বলে এক লক্ষ চলিলশ হাজার টাকা মেরে দিয়েছে আমি সরকারের সহযোগিতা কামনা করছি

  9. দেশের প্রশাসন কি করে?? যেখানে দিনের পর দিন মানুষ এইভাবে প্রতারিত হচ্ছ😦😦।আপনাদের মতো সাংবাদিকরা ঘরে ঘরে জন্ম নিক🥰।সত্য তুলে ধরার নির্বিক সাহস সব সাংবাদিক এর হয় না🥀

  10. এইসব সংবাদ অযথা করা হয় আজ পর্যন্ত আমাদের কোন প্রকার উপকার হয় নাই এই সংবাদ প্রচার হবার পর। নিত্যদিন নিত্যনতুন প্রতারণার ফাঁদে পড়ছে দেশে অসংখ্য অসহায় মানুষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here