Home Immigration মাত্র ১৫০০ টাকায় কিভাবে ভিসা ছাড়া France গেলাম ? Portugal to France Visit Without Visa || Part: 1

মাত্র ১৫০০ টাকায় কিভাবে ভিসা ছাড়া France গেলাম ? Portugal to France Visit Without Visa || Part: 1

4
মাত্র ১৫০০ টাকায় কিভাবে ভিসা ছাড়া France গেলাম ? Portugal to France Visit Without Visa || Part: 1

আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি কিভাবে মাত্র ১৫০০ টাকায় Portugal থেকে France ভ্রমন করেছি।
আমি RayanAir এ টিকেট কেটে রেখেছিলাম এক মাস আগে যার মূল্য ছিলো মাত্র 14.99€ । এটিকে বাংলাদেশী টাকায় কনভার্ট করলে হয় BDT 1500 টাকারও কিছু কম । আবার ফ্রান্স থেকে পর্তুগাল আসার সময়ও সমান টাকা খরচ হয়েছে। আমি Lisbon International Airport থেকে Paris Beauvais Airport এ গিয়েছি এবং এই Airport টি হচ্ছে একটি Domestic এয়ারপোর্ট তাই এখানে কোন Immigration থাকে না। আমি যখন Portugal থেকে বিমানে উঠি তার আগে শুধু আমার ব্যাগ চেক করা হইছে এবং আমার পাসপোর্টের নামের সাথে আমার টিকেটের নাম ঠিক আছে কিনা তাই মিলিয়ে দেখেছ এবং করোনা নেগেটিভ সার্টিফিকেট দেখাতে হয়েছে। তারা আমার ভিসা বা রেসিডেন্ট কার্ড কোনটাই চেক করে নি এবং দেখাতেও বলে নাই ।এর পর প্যারিসে পৌছানোর পর আমার করোনা সার্টিফিকেট,পাসপোর্ট,ভিসা বা রেসিডেন্ট কার্ড কিছুই চেক করে নাই অথাৎ চেক করার মত কেউ ছিলো না। আমি বিমান থেকে নেমে সরাসরি বাহিরে চলে আসছি।বেশীর ভাগ সময় Domestic Airport এ কোন ভিসা বা রেসিডেন্ট কার্ড চেক করে না তবে মাঝে মাঝে হঠাৎ কোন কোন দিন চেক করে।
তবে আমার সাথে হাঙ্গেরীর রেসিডেন্ট কার্ড ছিলো কিন্ত সেটি আমার পকেট থেকে একবারও বের করি নাই ।

সুতরাং আমি মাত্র ১৫০০ টাকা দিয়ে ভিসা ছাড়া পর্তুগাল থেকে প্যারিসে ভ্রমন করলাম।

#paris #visit #vlog

Portugal to Paris travel vlog Bangla . How to visit France without visa from Portugal.
Paris travel guide.

source

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here