৩১ অক্টোবর ২০২২ সাল থেকে চালু হয়েছে , বিশ্বের বিভিন্ন দেশ থেকে পর্তুগালের চাকরি খোঁজার ভিসার আবেদন। সাধারনত এগ্রিকালচার ,কনস্ট্রাকশন, ফিশারিজ ,ফরেস্ট্রি ট্যুরিজম, রেস্টুরেন্ট এই 6 টি সেক্টরে পর্তুগালের যথেষ্ট কর্মী সংকটের কারণে এই পদক্ষেপ| এইসব সেক্টরে যাদের শিক্ষা /অভিজ্ঞতা আছে তারাই এই ভিসার জন্য অগ্রাধিকার পাবেন|
এই ভিসার মাধ্যমে ১২০ দিনের জন্য পর্তুগালে এসে আপনার নির্ধারিত সেক্টরে কাজ খুঁজতে পারবেন। পরবর্তীতে আরও ৬০ দিন মেয়াদ বাড়ানো যাবে। এই টোটাল সময়কালে আবেদনকারি পর্তুগালে অবস্থান করে নিজের যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী চাকরির ব্যবস্থা করতে পারলে ৭৭ নং আর্টিকেলে পর্তুগালে বসবাসের অনুমতি পাবেন।
আর চাকরি না পেলে ভিসার সর্বোচ্চ মেয়াদের মধ্যে পর্তুগাল ছেড়ে চলে যেতে হবে। পুনরায় আবার একই উদ্দেশ্য ,আগের ভিসার মেয়াদ শেষ হওয়ার এক বছর পরে নতুন ভিসার আবেদন করতে পারবেন।
# স্থান : আবেদনকারীর কাছাকাছি পর্তুগাল কনসুলার বা VFS GLOBAL
সাধারণ ডকুমেন্ট :-
১। ভিসা আবেদন ফরম পূরণ করে যথাযথভাবে স্বাক্ষরিত।
২। পাসপোর্ট বা অন্যান্য ভ্রমণ ডকুমেন্ট ,পর্তুগাল ফেরত তারিখের পরেও 3 মাসের জন্য বৈধ থাকতে হবে। পাসপোর্টের সকল পৃষ্ঠার ফটোকপি।
৩। ফর্মের জন্য, সদ্য তোলা দুই কপি পরিষ্কার পাসপোর্ট সাইজ ছবি।
৪। নিজ দেশ ছাড়া অন্য দেশ থেকে আবেদন করলে সেখানকার ভিসা/ কার্ড ও পুলিশ ক্লিয়ারেন্স নোটারী।
৫। পর্তুগালের ইমিগ্রেশন সার্ভিস SEF দ্বারা ক্রিমিনাল রেকর্ড অনুসন্ধানের জন্য অনুরোধ বিষয়ক এই পূরণকৃত ফরম।
৬। ক্রিমিনাল রেকর্ড সার্টিফিকেট সত্যায়িত।
৭। ফেরত আসার সময়সীমা ও চিকিৎসা খরচ কভারসহ ট্রাভেল ইনসুরেন্স।
৮। টিকিট পর্তুগালে আসা ও যাওয়ার।
৯। পর্তুগালের মিনিমাম বেতন 705 ইউরো, এরকম 3টি বেতনের সমপরিমাণ ব্যাংক স্টেটমেন্ট।
বা পর্তুগাল থেকে কেউ থাকা/ খাওয়া/ প্রত্যাবর্তন ব্যবস্থা গ্রহণ বিষয়ক স্পনসর করলে দেশ থেকে ব্যাক স্টেটম্যান্ট লাগবে না।
১০। আবেদনকারী কর্তৃক ভিসার শর্তাবলী মানার ঘোষণাপত্র।
১১। IEFP-এ তালিকাভুক্তির জন্য আগ্রহ প্রকাশের আবেদনের প্রমাণ।
12/ শিক্ষাগত যোগ্যতা ও কাজের অভিজ্ঞতার সত্যায়িত প্রমাণ|
(👉ভিসা আবেদন ফরম
👉পর্তুগালের ইমিগ্রেশন সার্ভিস SEF দ্বারা ক্রিমিনাল রেকর্ড অনুসন্ধানের জন্য অনুরোধ বিষয়ক ফরম এই লিংক
#portugal #portugaljob #jobsearchvisa #JobSeekerVisa #portugalworkpermit
source
Apni kothai thaken apu
I m a interested
Assalamualikum appu kamon acan
Onek den por apnar video pailam
It's very helpful nd important information…thank u nd god bless u appu
Hi, kotha & sound clear na.