Home Immigration রোমানিয়ার ভিসা দেয়া শুরু, আপনি রেডি তো?কিভাবে পাবেন রোমানিয়া ভিসা, #রোমানিয়া, @Move With Rafaet

রোমানিয়ার ভিসা দেয়া শুরু, আপনি রেডি তো?কিভাবে পাবেন রোমানিয়া ভিসা, #রোমানিয়া, @Move With Rafaet

47
রোমানিয়ার ভিসা দেয়া শুরু, আপনি রেডি তো?কিভাবে পাবেন রোমানিয়া ভিসা, #রোমানিয়া,  @Move With Rafaet

রোমানিয়া নিয়ে এর আগেও আমি বেশ কিছু ভিডিও পাবলিশ করেছিলাম।
আজকের ভিডিও টা হচ্ছে সবচেয়ে লেটেস্ট খবর নিয়ে করা।
আগের ভিডিওগুলি দেখলে আপনারা জানতে পারবেন, রোমানিয়া থেকে ৬ জন ভিসা অফিসার আসার কথা। এসে তারা ২ মাস থাকবে।
পেন্ডিং ৩৫০০ আর নতুন ১৫০০ ভিসা দিবে বাংলাদেশিদের।
এমনকি যারা মধ্যপ্রাচ্যে থাকেন, তারাও এপ্লাই করতে পারেন।

আগের ভিডিওগুলি দেখলে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবেন। আজকের ভিডিও টা দেখলে ফুল ক্লিয়ার।

আগের ভিডিও লিংকঃ

KW:
Romania, romania visa, visa news 2022, romania visa from Bangladesh, romania visa from india, romania visa expense, how to go romania, romania girl marry, government recruit of romania, Bangladesh, greece, হয়ে গেলো চুক্তি, রোমানিয়া ভিসা ২০২২, রোমানিয়া, বাংলাদেশ থেকে রোমানিয়া, কিভাবে রোমানিয়া যাবো, রোমানিয়া জব Visa, রোমানিয়া ওয়ার্ক পারমিট ভিসা, সরকারি ভাবে রোমানিয়া, ৪০০০০ লোক নিবে রোমানিয়া, মাত্র ৫০ হাজারে এখন রোমানিয়া, romania work permit visa, move with rafaet,

source

47 COMMENTS

  1. তাই সবাই অনেক তথ্য দেয় কিন্তু কেউ বলে না বাংলাদেশের কোন 5 টা বা 10 টা এজেন্সি মূলত রুমানিয়ার কাজ করে থাকে। আমরা যেগুলো পাই সেগুলো এজেন্সি হইলেও দালালের মতই অন্য এজেন্সির কাজ করে থাকে তারা। এজেন্সি গুলোর নাম জানাইলে সকলেই উপকৃত হইতে।

  2. ভাইয়া, রোমানিয়ার সাবমিশন স্লীপ পেলে, কতটুক আসা আছে ওয়ার্ক পারমিট পাওয়ার ???? আর সাবমিশন স্লীপ ও ওয়ার্ক পারমিট দুইটা কি রোমানিয়ার কম্পানি দিয়ে থাকে নি???

  3. আপনার কথায় প্যাচ রেখে মানুষকে বোকা বানানোর চেষ্টা আর অনেক গাধা আছে তাদের মনের প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে পাগল হয়ে যাবে।

    কোন এজেন্সি ছাড়া কেউ যেতে পারছে না এজেন্সির মাধ্যমে যারা কাজের পারমিট পেয়েছেন তারাই একমাত্র ঢাকাতে ভিসার জন্য আবেদন করবেন।

  4. ভাইয়া আপনার কথা ভালো লাগছে,আর আমি ১০/১/২২ তারিখে একজন লোকের কাছে ফাইল জমা দিছি রোমানিয়া যাওয়ার জন্য, সে ইউক্রেনের বডারের কাছে এক কম্পানিতে ফাইল জমা দিছে,যুদ্ধের কারণে নাকি সেই কম্পানি পারমিট বন্ধ করে দিছে,কথাটি কি সত্ত্য নাকি,আর পরে আবার নতুন করে গারমেন্টসে পারমিটের জন্য আবার ফাইল জমা দিছে রোমানিয়ার রাজধানীতে ১২/৩/২২ তারিখে, কিছু দিন আগে ফোন দিছিলাম সে বলছে, মে মাসে না হলেও জুনে পারমিট বের হয়ে যাবে, কথাটি কি সত্ত্য নাকি, আর আমি জানতে চাই যে বতমানে রোমানিয়ায় গারমেন্টস ভিসা চালু আছে নাকি,আর গারমেন্টস ভিসার পারমিট বের হতছে নাকি প্লিজ জানাবেন ভাইয়া।

  5. bmet তে কি কি বিষয়ে শিক্ষা দেয়। শিক্ষার শেষে কি পরিক্ষা দিয়ে পাশ করে তার পরে তাকে কার্ড দেবে । যদি কোন শ্রমিক ফেল করে তার কি হবে

  6. মালটা রোমানিয়া তুর্কী ভিসা হইতাছে যদি কেউ যাওয়ার ইচ্ছে থাকে তাহলে যোগাযোগ করতে পারেন

  7. আসসালামু আলাইকুম কেমন আছেন আমি মোহাম্মদ রিপন আমি রোমানিয়া জেতে চাই সঠিক ভাবে আবেদন করবো কোথায় ফাইল জমা দিতে কথায় ঠিকানা বলবেন

  8. ভাইয়া বলা অনেক সহজ কিন্তু বাস্তবে তা অনেক কঠিন। আমি নিজে তার বাস্তব উদাহরন, আমি নিজে (আমি প্রবাসি এপ্স) থেকে গত ২ মাস আগে রোমানিয়া যাওয়ার জন্য interview দিতে গিয়েছিলাম সেখানে অনেক ভাল ভাল কথা এবং উপদেশ শেষে তাদের বক্তব্য রোমানিয়া যেতে ৭,০০,০০০ থেকে ৭,৫্‌০০০০ টাকা খরচ লাগবে। তাহলে সরকারি খরচ ১,৬৫,০০০ টাকা অবিবাসন ব্যয় কেন দেওয়া হলো। এটা আমার প্রশ্ন না, এটা রোমানিয়া যেতে চাওয়া সকল ভাই ও বোনদের প্রশ্ন।

  9. নতুন যে ১৫০০ ভিসা দিবে, এই ১৫০০ লোক কারা? যাহারা একদম ই নতুন মানে হলো আবেদন ই করেনি কখনো বা কোনো কাজের অভিজ্ঞতা সনদ নেই, তারা কোন লিঙ্কে কোথায় আবেদন করবে বায়রা নাকি রোমানিয়ার কোনো কোমরপানিতে ? যদি কোনো লিন্ক থাকে দিয়ে দিন। তাহলে উপকার হবে সবার… ধন্যবাদ আপনাকে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here