Home Immigration ২০২৩ সালে কি পর্তুগাল অভিবাসন বা SEF বন্ধ হয়ে যাবে? SEF Reconstruction || Migration || Portugal

২০২৩ সালে কি পর্তুগাল অভিবাসন বা SEF বন্ধ হয়ে যাবে? SEF Reconstruction || Migration || Portugal

15
২০২৩ সালে কি পর্তুগাল অভিবাসন বা SEF বন্ধ হয়ে যাবে? SEF Reconstruction || Migration || Portugal

পর্তুগীজ বর্ডার এন্ড ইমিগ্রেশন সার্ভিস যেটি সেফ (SEF) হিসেবে পরিচিত তার পুনর্গঠন আবারো পিছালো যা এই বছরের শেষ নাগাদ হওয়ার কথা ছিল।

সরকার এখন এটির পূর্ণাঙ্গ সংস্কার আগামী বছর করবে বলে জানিয়েছে। প্রস্তাবিত সংস্কারে সেফের পুলিশিং ক্ষমতা পি এস পি, জি এন আর ও পি জে এর নিকট হস্তান্তর এবং নতুন একটি প্রশাসনিক কাঠামো ঘঠন করা হবে বলে জানিয়েছে।

আগামী অর্থ বছরের রাষ্ট্রীয় বাজেট প্রস্তাবের আলোচনায় সংসদে সরকার উল্লেখ করেন, তাদের লক্ষ সুনির্দিষ্ট যেখানে সহমর্মিতার নিতি অনুসরণ করা হবে এবং একে অপরের প্রতি দায়িত্ব ও মানবিক দিক গুলো সঠিক ভাবে অনুসরণ করা হবে অভিবাসন প্রক্রিয়ায়। যেখানে গুরুত্ব দেওয়া হবে জাতীয় নিরাপত্তা ও স্বার্থ এবং মানব পাচারের মত স্পর্শ কাতর বিষয়গুলো।

সরকার পরিকল্পনা করছেন একেবারে নিয়মতান্ত্রিক ভাবে পুলিশের কাজ এবং প্রশাসনিক কাজ আলাদা করার। যেটি পর্তুগালের অভিবাসীদের অনুমোদন এবং কাগজপত্র প্রদান করবে। প্রক্রিয়াটি ইতিমধ্যে চলমান রয়েছে এবং এটির ফলে পর্তুগালের সমগ্র বর্ডার কন্ট্রোল ব্যবস্থায় পরিবর্তন আসবে।

প্রস্তাবে উল্লেখ করা হয়, পর্তুগীজ বর্ডার এন্ড ইমিগ্রেশন সার্ভিস (SEF) থেকে পুলিশিং এবং ক্রিমিনাল ইনভেস্টিগেশন প্রক্রিয়া পর্তুগালের ন্যাশনাল রিপাবলিকান গার্ড(GNR), পাবলিক সিকিউরিটি পুলিশ(PSP), জুডিশিয়াল পুলিশ (PJ) এর কাছে হস্তান্তর কর হবে। সমস্ত প্রশাসনিক বিষয় নবগঠিত প্রতিষ্ঠান পর্তুগীজ এজেন্সি পর মাইগ্রেশন এন্ড এসাইলাম এবং ইনস্টিটিউট অফ রেজিস্ট্রি এবং নোটারী উপর ন্যস্ত থাকবে।

Facebook ID 👉
Facebook Page 👉
Twitter 👉
Instagram 👉
TikTok 👉 www.tiktok.com/@rasel_portugal
LinkedIn 👉
To Learn Portuguese & Legal Services 👉
For Immigration Consultation 👉
For Language & Cultural Exchange 👉
Website 👉 www.pmaapt.com

#portugal #SEF #migration #bangladeshi #immigrants #reconstruction

source

15 COMMENTS

  1. ভাই শুভেচ্ছা ও ভালোবাসা রইলো। আমি পর্তুগালে যেতে চাই।মাল্টা থেকে কি পর্তুগাল যেতে পারবো। মাল্টার টিআরসি কার্ড হওয়ার পরে পর্তুগাল গিয়ে কি বৈধভাবে কাজ করা যাবে?? জানাবেন ভাই প্লিজ।

  2. আসসালামু আলাইকুম ভাই,,
    বাংলাদেশ থেকে কি স্টুডেন্ট ( ব্যাচেলরের জন্য) ভিসা চালু আছে। এবং ভিসা রেশিও কেমন?
    ধন্যবাদ

  3. আসসালামু আলাইকুম ভাই
    আমি সৌদি আরব আছি পর্তুগাল জাওয়ার আগে ড্রাইভিং লাইসেন্স নিয়ে গেলে কোনো সুযোগ সুবিধা পাওয়া যাবে কিনা?

  4. ভাই বর্তমানে বৈধ ভাবে পর্তুকাল যাওয়া য়ায় বাংলাদেশ থেকে? দয়া করে বলবেন ভাই

  5. যতই পরিবর্তন আসুক মৌলিক কাঠামোর বাহিরে তো আর যেতে পারবে না তবে এখানে যেহেতু তাদের জাতীয় স্বার্থের কথা উল্লেখ করা হয়েছে সেখানে নতুন অভিবাসীরা একটু চিন্তায় থাকবে এটাই স্বাভাবিক। রাসেল ভাই এর কথা যেন সত্যি হয় নতুন অভিবাসীদের জন্য আসছে নতুন সংস্থা কল্যানকর হোক এটাই কামনা করি।

  6. আসসালামু আলাইকুম ভাই অনেক অনেক দোয়া ও শুভেচ্ছা রইলো আরও নতুন আপডেট ভিডিও কামনা করছি ধন্যবাদ

  7. ভাইজান পর্তুগালে কি এখন E8 বা D1 ভিসায় শ্রমিক/কর্মী যেতে পারছে বাংলাদেশ থেকে।
    বাংলাদেশে কি VFS চালু হবে?
    আমরা অনেকেই অনেক দিন ধরে অপেক্ষা করতেছি ভাল কিছু হওয়ার!
    জানাবেন প্লিজ। ধন্যবাদ।

  8. আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইয়া আমি যদি জব লিটার এবং যত পেপারস আছে বাংলাদেশের vfs জমা দিলে এবং ফিংগার দিলে আমার ভিসা কি হওয়া সম্ভব ওয়ার্ক পারমি ভাইয়া একটু জানাবেন ধন্যবাদ থাকবেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here