Home Immigration ২৭ ভাগ বল দখলে রেখেও কিভাবে ম্যাচ জিতলো মরক্কো? | Morocco | Portugal Qatar World Cup 2022

২৭ ভাগ বল দখলে রেখেও কিভাবে ম্যাচ জিতলো মরক্কো? | Morocco | Portugal Qatar World Cup 2022

48
২৭ ভাগ বল দখলে রেখেও কিভাবে ম্যাচ জিতলো মরক্কো? | Morocco | Portugal Qatar World Cup 2022

– Subscribe to our channel:
– Follow us on Twitter:
– Find us on Facebook:
– Check our website:

#JamunaTelevision #JTV #qatarworldcup2022

source

48 COMMENTS

  1. ফ্রান্স কে উড়িয়ে দিয়ে আর্জেন্টিনা কে চুদে দিয়ে কাপ আমরাই নেবো মরোক্কা🇧🇩💋🇲🇦

  2. এই বিশ্বকাপে কোন ম্যাচ এখনো মরক্কো হারে নি।একটি ড্র আর সবগুলো জিতেছে।

  3. আপনাদের অনুভূতিতে আঘাত হলে আমি ক্ষমাপ্রার্থী। ইসলামে কি পেশাগত ফুটবল খেলা জায়েজ? যেসব জায়গায় ইসলামের বিপরীত কার্য সংঘটিত হয় সেসব কাজে অংশগ্রহণ করে সফল হলে কি আল্লাহ সন্তুষ্ট হবেন? বরং ঐসব কাজে মুসলিমদের অংশগ্রহণে ব্যথিত হ‌ওয়া কাম্য। এক্ষেত্রে শয়তান সফল কেননা সে বিষকে অমৃত মনে করিয়ে খাওয়াতে পেরেছে।
    এ সম্পর্কে শায়েখ আহমাদুল্লহর বক্তব্যটি শুনুন।
    https://youtu.be/jSL_n1H6wJA

  4. দালালী বাদ দিয়ে মরক্কোর খেলার প্রশংসা করুন প্লিজ 🙏 ফুটবলে প্লেয়ার সমান সমান থাকে উভয় দলের ভালো খেলতে হলে সবার আগে মনোবল শক্ত করতে হয় এটা দালালদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে আসছে শুরু থেকে মরক্কো এখন পর্যন্ত।

  5. ভাগ্যের জোরে একটি দল বিশ্বকাপে অনেকদূর এগিয়ে যাওয়াটা নতুন কিছু নয়, এটি প্রতিবারই কমবেশি হয়ে থাকে, এক্ষেত্রে এবার এটি হয়েছে মরক্কোর জন্য। তবে মরক্কো আফ্রিকা মহাদেশে সবার চেয়ে অনেকটা এগিয়ে আছে সব দিক দিয়ে, সেখানে বোরখা পরা তো নিষিদ্ধই এমন কি বোরখা বানানো আইনত দণ্ডনীয়। তারা ইসরাইলের সাথেও সুসম্পর্ক গড়ে তুলেছে।

  6. আপনারা শুধু পরের ভালো খেলা নিয়ে বিশ্লেষণ করেন, আপনার দেশের ফুটবল কিভাবে উন্নতি হবে সেই বিষয়ে কেউ কোনো দিন আলোচনা করেন না, কারণ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিন আওয়ামী লীগ করে। কাজী সালাউদ্দীনের বিরুদ্ধে কথা বলার মত কোন ক্রীড়া সাংবাদিক বাংলাদেশে এই মুহূর্তে কোন টিভি চ্যানেলে কর্মরত নাই, যদি থেকেও থাকে সালাউদ্দিনের ভয়ে কেউ তার বিরুদ্ধে রিপোর্ট প্রকাশ করতে পারেনা। হায়রে দেশ শুধুমাত্র পরের সাফল্য নিয়েই আমরা কেবল টেলিভিশনের টকশো গরম করতে পারি।

  7. স্পট অন এটাক, ফেয়ার প্লে, সিনক্রোনাইজড গেমিং পেপ গার্দিওলার মতে এগুলো হল একটা দলের ম্যাচ উইনিং ফিচারস। বল পজেশনের সাথে ম্যাচ জয়ের সম্পর্ক ক্ষীণ।

  8. মাসললাহ আলহামদুলিল্লাহ অনেক খুসি হলাম দোয়া রইলো আমাদের 🤲🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️

  9. ইনশাআল্লাহ মরক্কো,মুসলিম দেশ।তাই মরক্কো,কে সাপোর্ট করবো।যদিও আজেটিনা সাপোর্ট করি।ইনশাআল্লাহ, মরক্কো,ফাইনালে খেলবে।আগে আমার ইসলাম, মুসলিম ভাই,তারপর অন্য কিছু।

  10. হে আল্লাহ পাক আল্লাহ পাক ইনশাআল্লাহ মরক্কো ফাইনালে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ

  11. আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ জিতবে মরক্কো, আল্লাহু আকবর, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সঃ আমিন।

  12. তপুদা তুমি ওদের খেলার বিশ্লেষন না করে ওঁদের থেকে খেলা দেখে কিছু শিখো এটাতে তোমারও লাভ হবে আর বাংলাদেশেরও লাভ হবে

  13. Alhamdulillah Morocco congratulation. Playing person all very good of Morocco. Morocco goalkeeper fantastic. I think Morocco will be play final. Best of luck Morocco team…💖🌹♥🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩✈✈✈✈✈✈🇲🇦🇲🇦🇲🇦🇲🇦🇲🇦🇲🇦🇲🇦🤲🤲🤲

  14. অতিথি তপু বর্মন এর সাথে একমত। বরং মরোক্কো কাউন্টার এটাকে কয়েকটা নিশ্চিত গোল মিস করেছে।

  15. এই বোকাচোদা রে দিয়ে টক শো করানোর মানে বুঝি না ।কথাই তো বলতে পারেনা ঠিকমতো

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here