
৪২ হাজার কেয়ার গিভার ভিসা দিবে যুক্তরাজ্য সরকার
তার মানে বাংলাদেশিদের জিন্য বিরাট সুযোগ…
কেয়ার স্টাফদের জন্য ভিসানীতি শিথিল করছে ব্রিটেন। তার মানে নতুন করে কেয়ার ওয়ার্কার আসার সুযোগ তৈরি হচ্ছে ব্রিটেনে। এই ভিসার আওতায় বাংলাদেশ থেকেও অনেকে আবেদন করতে পারবেন। তবে সেক্ষেত্রে কেয়ার ওয়ার্কারদের জন্য শিক্ষা ও কাজের অভিজ্ঞতার প্রয়োজন হবে।।
ব্রিটেনে করোনাকালীন কেয়ার ওয়ার্কার সংকট চলছে। তাছাড়া বেক্সিটের কারণে অনেক কর্মী চলে গেছেন। এরই মধ্যে ব্রিটেনে কেয়ার ওয়ার্কার, কেয়ার এসিসটেন্স এবং হোম কেয়ার কর্মীদের জন্য অভিবাসন নিয়ম শিথিল করা হবে বলে সরকারের পক্ষ থেকে স্বিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দেশটির স্বরাষ্ট্র দফতর থেকে বলা হয়েছে, কর্মীদের শূন্যতা পূরণের জন্য বিদেশ থেকে হাজার হাজার অতিরিক্ত কেয়ার ওয়ার্কার নিয়োগ করা হবে।
নতুন একটি গবেষণায় দেখা গেছে, এপ্রিল থেকে অক্টোবরের মধ্যে কর্মীদের সংখ্যা প্রায় ৪২ হাজার কমেছে। গবেষকরা বলেছেন, স্টাফ সংকটের কারণে দুর্বল বয়স্ক ব্যক্তিদের কেয়ার হোমগুলো বন্ধ হচ্ছে।
আর এ কারণে শূন্যতা পূরণ করার জন্য কেয়ার কর্মীদের হোম অফিসের ঘাটতি পেশার তালিকায় যুক্ত করা হবে। তার মানে এ খাতে বাইরে থেকে কর্মী আনার তালিকায় যুক্ত করা হবে।
ব্রিটেনের স্বরাষ্ট্র দফতর সূত্রে জানা গেছে, ব্রিটেনের বাইরে থেকে আসা কর্মীদের বছরে ২০ হাজার ৪৮০ পাউন্ড বেতন দেওয়া হবে। কেয়ার ওয়ার্কার তাদের পরিবার মানে স্বামী বা স্ত্রী ও সন্তানসহ ব্রিটেনে আসার ভিসা পাবেন।
আরও বলা হয়েছে, আগামী বছর যে কোনো সময় নতুন নিয়মগুলোর বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
ধারণা করা হচ্ছে কেয়ার ওয়ার্কারদের ক্ষেত্রে ১২ মাসের ভিসার সুযোগ থাকবে।
স্বরাষ্ট্রসচিব প্রীতি প্যাটেল বলেছেন, কেয়ার খাত করোনা মহামারির কারণে চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে এবং সরকার স্বাস্থ্য ও পরিচর্যা ভিসায় যে পরিবর্তন করছে তা কর্মশক্তিকে শক্তিশালী করবে। বর্তমানে যে চাপের মধ্য দিয়ে সরকার যাচ্ছে তা অনেকটাই দূর হবে।
ন্যাশনাল কেয়ার ফোরামের চিফ এক্সিকিউটিভ ভিক রেনার বলেছেন, এ পদক্ষেপ নতুন বছরের জন্য আশার ঝলক। অতিরিক্ত দক্ষ কর্মী প্রয়োজন, যা নতুন এই নিয়মের কারণে পাওয়া সম্ভব হবে।
আমার ঢাকা অফিসে যোগাযোগ করে লন্ডন বা ইউরোপের যে কোন দেশ, তাছাড়া আমেরিকার স্টুডেন্ট ভিসার ব্যাপারে তথ্য ও সেবা নিতে পারেন। তাছাড়া আমরা ডাইরেক্ট ভিসা প্রসেসিং এর ব্যাপারে সাহায্য করে থাকি।
Contact Information:
+880 1975-944443 (for call and What’s App)
Address:
Bashati Condominium, Flat-C 14, House-15, Road-17, Banani C/A, Dhaka-1213.
ⓔ E-mail: uniassistedu@gmail.com
Office Time: Saturday-Thursday 10am to 7pm (Friday Off)
Website: www.uniessistedu.com
সব কমেন্টস বা সব ইমেইল এর উত্তর আমার একার পক্ষে সময়মত দেয়া সম্ভব না। কারন আমি সারা দিন চাকুরি করে রাতে বাসায় এসে ব্যাক্তিগত পারিবারিক সময় দিতে হয়, শুক্র, শনিবারে আমি সাধারনত মেইল চেক করি। তাই বলছি অধৈর্য্য হবেন না প্লিজ। আমি চেষ্টা করি সকল গুরুতপূর্ন মেইল এর রিপ্লাই দিতে।
আমার চ্যানেল এর অন্যান্য তুমুল জনপ্রিয় সিরিজ গুলো দেখার আমন্ত্রন রইলোঃ
1. Mymensingh Vlogs
2. Visa & immigration related Vlogs
3. UK Study and Work permit Visa related Videos:
4. Beautiful Bangladesh
5. Bali tour
kw:
uk work permit visa 2022, uk visa, London visa, London domestic worker visa, London care giver visa, England care giver visa, easy to go to London, Sylhet to UK, UK visa, uk care giver visa, care giver visa 2022, visa, 2022, England workpermit visa, work permit in Europe Europe, student visa, uk student visa, uk student visa 2021, visa process, visa, Uk Student visa for Bangladeshi students, spouse visa, uk spouse visa, কেয়ার গিভার ভিসা, ইউ কে কেয়ার গিভের ভিসা, ভিসা, ভিসা ২০২২, লন্ডন ভিসা, লন্ডন ভিসা ২০২২, ইংল্যান্ড ভিসা ২০২২, কিভাবে সহজে ইংল্যান্ড যাবো, ইংল্যান্ড, ইংল্যান্ড ২০২২, সিলেট টু লন্ডন, লন্ডন ভিসার খরচ কত,
source