Home Immigration Indian tourist visa by road new update 2021 | বাই রোডে ভারতীয় টুরিস্ট ভিসার নতুন আপডেট।

Indian tourist visa by road new update 2021 | বাই রোডে ভারতীয় টুরিস্ট ভিসার নতুন আপডেট।

40
Indian tourist visa by road new update 2021 | বাই রোডে ভারতীয় টুরিস্ট ভিসার নতুন আপডেট।

চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ স্থলবন্দর পর্যন্ত রেলপথ সম্প্রসারণ নির্মাণ কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, ভারত-বাংলাদেশ সম্পর্কের মূলভিত্তি ১৯৭১ এর মুক্তিযুদ্ধ।

বুধবার (৮ ডিসেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ ইমিগ্রেশন দিয়ে ভারতে তিনদিনের সরকারি সফরে যাওয়ার পথে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

তিনি আরও বলেন, ভারত ভ্রমণে সাধারণ যাত্রীদের সড়কপথে যাতায়াতের জন্য ইমিগ্রেশন খোলার বিষয়ে সরকার সক্রিয় অবস্থানে আছে। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পরিপত্র পাওয়ার পর এটি পুরোপুরিভাবে খুলে দেওয়া হবে।

স্থানীয় সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল রাব্বিসহ সরকারি কর্মকর্তা ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

State Minister for Foreign Affairs Shahriar Alam said that the construction work of railway expansion till Chapainawabganj-Sonamasjid Land Port said that the Indian-Bangladesh relations are the liberation war of 1971. On Wednesday (December 8th), in response to a question of journalists on the way to the three-day official visit to Chapainawabganj, Sonamasjid immigration in Chapainawabganj, he said this. He also said that the government is in an active position to open immigration to travel to the roads of the common passengers. After receiving the change in the Ministry of Health, it will be completely opened. Local MPs Dr. Sammil Uddin Ahmed Shimul, Upazila Executive Officer Shakib Al Rabbi, including government officials and Awami League leaders were present at the time.

source

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here