
বিরাট খবর!! বিরাট খবর!!! বিরাট খবর
আর নয় দালাল, এবার সরকারী ভাবে ২০২২ এর জুন হতেই মাত্র ৬০ হাজার খরচে ডাইরেক্ট গ্রিস।
বাংলাদেশ থেকে বিশাল সংখ্যক শ্রমিক নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে ইউরোপের দেশ গ্রিস। গত সপ্তাহে গ্রিস সফরে গিয়ে প্রবাসি কল্যান মন্ত্রী ইমরান আহমেদ এর সাথে গ্রিস সরকার এর একটি আগ্রহ পত্র স্বাক্ষরিত হয়। (খবর এর প্রমান সহ লিঙ্ক দেয়া হলো নিচে)
চুক্তিতে বলা হয়েছে ২০২২ থেকে গ্রিসের বেকারি শিল্প, পর্যটন খাত সহ আরো বেশ কয়েকটি খাতে সরাসরি বাংলাদেশ থেকে লোক নিবে।
এই লোক নেয়ার ব্যাপারে চুড়ান্ত চুক্তি হবে ২০২২ এর ফেব্রুয়ারি মাসে। আশা করা যাচ্ছে আগামি জুন থেকেই বাংলাদেশ সরকার এর মাধ্যমে অত্যন্ত কম খরচে এখন প্রতি বছর দেশের বেকার লোকেরা সহজেই যেতে পারবে গ্রিসে।
অতএব আর দেরি কিসের? রেডী হোন গ্রিসের জন্য।
• ইংরেজি কম জানলেও হবে
• মিনিমাম ইন্টারমেডিয়েট পাশ
• বয়স ১৮ হতে ৫০
• ২ থেকে ৫ বছরের চুক্তি
• অভিজ্ঞতা না থাকলেও চলবে
• সম্পূর্ন সরকারি খরচে
• মাত্র ৬০ হাজার টাকা খরচ (পাসপোর্ট খরচ সহ)
• ৫ বছর পরে পি আর কার্ড পাওয়ার নিশ্চয়তা
খবর এর লিংকঃ
২০২২ এর মার্চ হতেই ম্যানপাওয়ার শুরু হয়ে যাবে। তাই দেরি না করে প্রস্তুতি নিন। পাসপোর্ট করা না থাকলে এখনি করিয়ে নিন। পরে কিন্তু সময় পাবেন না আর।
সব কিছু তো ভিডিও তেই বলে দিয়েছি, তারপরো যদি প্রশ্ন থাকে, তাহলে আমাকে ইমেইল করতে পারেনঃ
Rafaet.kabir6@gmail.com
আমার চ্যানেল এর অন্যান্য তুমুল জনপ্রিয় সিরিজ গুলো দেখার আমন্ত্রন রইলোঃ
1. Mymensingh Vlogs
2. Visa & immigration related Vlogs
3. UK Study and Work permit Visa related Videos:
4. Beautiful Bangladesh
5. Bali tour
Kw:
Greece, Greece visa 2022, Greece visa status, Bangladesh to Greece, how to go Greece, Greece country, Greece work permit visa 2022, Greece work permit visa for Bangladeshi, Greece work permit visa for Indians, Greece tourist visa, government recruit process of Greece, dhaka to Greece, Greece visa 2021, easy way to go Greece, Europe visa, middle east to Greece, গ্রিস, গ্রিস ভিসা, ভিসা, গ্রিস ভিসা ২০২১, গ্রিস ভিসা ২০২২, বাংলাদেশ থেকে গ্রিস, গ্রিস জব ভিসা, গ্রিস জব ভিসা ২০২১, গ্রিস জব ভিসা ২০২২, কিভাবে গ্রিস যাবো, গ্রিস দেশ, সরকারি ভাবে গ্রিস ২০২২, সরকারি ভাবে গ্রিস ২০২১, সরকারি ভাবে লোক নিচ্ছে গ্রিস, মধ্যপ্রাচ্য হতে গ্রিস, গ্রিস কাজের ভিসা ২০২২, সহজে গ্রিস, আরব থেকে গ্রিস, কিভাবে ইউরোপ যাবো, রোমানিয়া ভিসা ২০২২, তুরস্ক থেকে গ্রিস, সাগর পথে গ্রিস, লিবিয়া থেকে গ্রিস,
source