Home Immigration Opportunities and Benefits of Portugal TRC Card/ Portugal Residency Card benefits/ European Union

Opportunities and Benefits of Portugal TRC Card/ Portugal Residency Card benefits/ European Union

25
Opportunities and Benefits of Portugal TRC Card/ Portugal Residency Card benefits/ European Union

Opportunities and Benefits of Portugal TRC Card/ Portugal Residency Card benefits/ European Union

source

25 COMMENTS

  1. ভাই আমি সাইকেল চালিয়ে পর্তুগাল যাব এই বেপারে কি কি করতে হবে আমাকে একটু জানাবেন

  2. আমি সাইকেল চালিয়ে পর্তুগাল যাব রোনালদোর সাথে দেখা করার জন্য দোয়া করবেন আমার জেলা শেরপুর নকলা থানা

  3. আঙ্কেল তুমি কি কথাটা বললা আসলে তো কথাটা সত্য না দুই বছরের কার্ড পাইলে পর্তুগালের সে ফ্রান্সে ইউরোপে কোথাও যেতে পারে না। যেতে হলে পুরানো বা নতুন পাসপোর্টে চেঞ্জিং ভিসা থাকতে হবে তাহলে সে দুই বছরে কার্ড দিয়ে ইউরোপে যে কোন দেশের ট্রাভেল করতে পারবে। যদি তার সেই বিছানা থাকে শুধু নতুন পাসপোর্ট হয় বাংলাদেশি আর সেই ক্ষেত্রে সে যদি দুই বছরের কাটপায় পর্তুগালের তাহলে সেই কার্ড দিয়ে ট্রাবল করতে পারবেনা ইউরোপে শুধু বাংলাদেশে যেতে পারবে। আমি যখন পর্তুগাল থেকে ফ্রান্সে যাচ্ছিলাম যখন স্পেন বর্ডার ক্রস করে ফ্রান্সের বর্ডারে যখন ঢুকলো তখন ফ্রান্সের পুলিশরা সবার পাসপোর্ট চেক করছিলেন আইডি কার্ড চেক করছিলেন তখন দেখলাম। চারজন পাকিস্তানি ভাই এবং আরো ৪-৫ জন বাংলাদেশী ভাই ছিলেন বাসের মধ্যে। তাদের পাসপোর্ট দেখালো আর পর্তুগালের দুই বছরের টেম্পোরারি কার্ড দেখাচ্ছে সেই কার্ড তারা একসেপ্ট করে নাই ফ্রান্সের পুলিশ এবং তাদেরকে আবার ব্যাক করে পর্তুগালে পাঠিয়ে দিয়েছেন। বাংলাদেশী নতুন পাসপোর্ট ছিল পাকিস্তানিদের কাছে নতুন পাসপোর্ট ছিল সেই পাসপোর্ট এর মধ্যে কোন সেটিং ভিসা ছিল না সেই কারণে তাদেরকে ব্যাক করিয়ে দিয়েছে পর্তুগালে। ফ্রান্সের পুলিশ বলল যে যাদের নতুন পাসপোর্ট থাকে তাদেরকে ফ্রান্সে ঢুকতে দেওয়া হবে না কেননা তাদের আগে পুরনো পাসপোর্টও ছিল না এমনকি সেঞ্জিং ভিসাও ছিল না এই কারণে ঢুকতে দেওয়া হয় নাই। ফ্রান্সের পুলিশ পর্তুগালের টেম্পোরারি দুই বছরের কার্ড দিয়ে সেঞ্জিং দেশগুলিতে ট্রাবল করতে পারবেনা। এই ঘটনা আমার চোখের সামনে হয়েছে আমিও সেই বাসের মধ্যেই ছিলাম।

  4. এই কার্ড দিয়ে যদি পরিবার নেওয়া যায়
    তাহলে তাদের এই রেসিডেন্সি কার্ড পেতে কতো সময় লাগবে?

  5. ভাই পর্তুগালের ওর্য়াকপারমিটে নতুন কি ভিসা দিবে বা নতুন করে বৈধ ভাবে কি লোক নিবে। জানাবেন Pls ভাই 🥺🙏

  6. ভাইয়া টুরিস্ট ভিসা নিয়ে আসার পর কতদিন সময় লাগে এই কার্ডটা পেতে।

  7. ভাই আমি দুবাই থেকে বলছি, আমি অলরেডি পর্তুগালের ওয়ার্ক পারমিট পেয়েছি। এম্বাসি ডেট পেতে আনুমানিক কত দিন লাগবে জানাবেন প্লিজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here