Home Immigration ইউরোপের কোন দেশ সবচেয়ে বেশি ভিসা দেয়? | Europe VISA | Schengen VISA from Bangladesh | Schengen VISA

ইউরোপের কোন দেশ সবচেয়ে বেশি ভিসা দেয়? | Europe VISA | Schengen VISA from Bangladesh | Schengen VISA

22
ইউরোপের কোন দেশ সবচেয়ে বেশি ভিসা দেয়? | Europe VISA | Schengen VISA from Bangladesh | Schengen VISA

ইউরোপে শেনজেনভূক্ত যে কোন ১ টি দেশের ভিসা পাওয়া মানেই আপনি ২৬টি দেশে যেতে পারছেন। এখন প্রশ্ন হলো ভিসা টা জার্মানি, ফ্রান্স, স্পেন, সুইডেন নাকি অন্য কোন দেশের অ্যাম্বাসি থেকে নেবেন? অর্থাৎ ঢাকার কোন এম্বাসিতে গেলে শেনজেন ভিসা পাওয়ার সম্ভাবনা বেশি? গত এক বছরে ঢাকা থেকে কোন দেশ সবচেয়ে বেশি ভিসা দিয়েছে এবং কোন দেশ সবচেয়ে বেশি ভিসা রিজেক্ট বা বাতিল করেছে সেটি দেখলেই তো আমরা একটা আইডিয়া পেতে পারি। এবং সে অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারি, কোন অ্যাম্বাসিতে দাড়ালে ভিসা পাওয়ার সম্ভাবনা বেশি।

#EuropeVISA #SchengenVISAfromBangladesh #SchengenVisa #ApplySchengenvisainBangladesh #EuropeWorkPermit #Portugal #Germany #France #Netherlands #Norway #Switzerland #Denmark #ইউরোপভিসা #ইউরোপ #সেনজেনভিসা #সেনজেনভুক্ত২৬দেশ #ইউরোপেকাজেরসুযোগ

source

22 COMMENTS

  1. দয়া করে একটু জানাবেন এই ভিসা গুলো কাজের না স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করেছে। প্লিজ প্লিজ

  2. কে কি ভিসায় এপ্লাই করেছে এবং ভিসা প্রাপ্তি ও রিজেক্ট হয়েছে সেটা উল্লেখ করলে ভালো হতো ।

  3. আপু কুন দেশে বেশি ভিসা দেয় সেখানে ভিসার জন্য আবেদন করলে ভিসা দেয় না
    এক কথায় হলো আপনার ডকুমেন্ট যত শক্তিশালি ততবেশি ভিসার পাবার হার থাকে

  4. আপা আপনার তথ্যগুলো সঠিক, কিন্তু আরেকটু তথ্য দেওয়া হলে ভালো হতো।শুধু মাত্র স্টুডেন্ট ভিসা ছাড়া কত জন কোন দেশে পেয়েছে সেই তথ্য দেওয়া হলে ভালো হতো।
    জার্মানি, ফ্রান্স,সুইজারল্যান্ড মিনিমাম এর মধ্যে থেকে ৯০% স্টুডেন্ট ভিসা,,,
    তাহলে তু এইগুলো তু সকল ভিসার ক্ষেত্রে হয় নাই।

  5. Assalamualaikum যারা এইসব দেশের জন্য ভিসার অবেদন করেছে তারা কোন ভিসা অবেদন করেছে একটু বলবেন?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here