
পর্তুগাল প্রবাসী বাংলাদেশীর অবস্থান
Facebook Link :
Facebook Link :
Facebook Link :
ইউরোপ প্রবাসী বাংলাদেশিদের অন্যতম গন্তব্য হয়ে উঠছে পর্তুগাল৷ তুলনামূলক সহজ অভিবাসনের সু্যোগ নিতে ৯০ দশক থেকে দেশটিতে বাংলাদেশিদের পদচারণা শুরু হলেও গেলো দুই যুগে পর্তুগালে বাংলাদেশিদের সংখ্যা ছাড়িয়েছে ২০ হাজার। গড়ে তুলেছে বিভিন্ন ব্যবসায় এবং সমৃদ্ধ কমিউনিটি৷ পর্তুগাল প্রতিনিধি এনামুল হকের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্টে বিস্তারিত৷
ইউরোপের দক্ষিণ-পশ্চিমের সাগর কন্যার দেশ পর্তুগাল। তাগুস নদীর তীরে প্রায় একশ বর্গ কিলোমিটারের উচু নীচ পাহাড়ী এই শহরে কমবেশি বিশ হাজার প্রবাসী বাংলাদেশীর বসবাস। লিসবন ও আশেপাশের তিনটি এলাকা মাতৃমনিজ, কাসকাইস ও বারেইরো মূলত বাঙালী অধ্যুসিত।
লিসবনের মাতৃমনিজ এলাকার রোয়া দো বেনফোরমোসো রাস্তাটি যেন এক খন্ড বাংলাদেশ। এই রাস্তাতেই গড়ে উঠেছে বাংলাদেশীদের হোটেল, রেস্তোরা, কনসালটেন্সি বা মানি এক্সচেঞ্জসহ বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান। তাতেই দিনভর আড্ডা, গল্পসহ বিভিন্ন প্রয়োজনে বাংলাদেশিদের পদচারণায় মুখর থাকে পুরো এলাকা।
এক সময় এখানকার দোকানপাঠগুলো মোজাম্বিক অভিবাসীদের দখলে থাকলেও কালের বিবর্তনে এই এলাকায় বেড়েছে বাংলাদেশীর বসবাস। মোজাম্বিকসহ বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ীদের পেছনে ফেলে এই এলাকার প্রায় সব ব্যাবসা প্রতিষ্ঠানই এখন বাংলাদেশীদের দখলে। স্থানীয় পর্তুগিজদের সাথে তাল মিলিয়ে ব্যাবসা বানিজ্যও এগিয়ে রয়েছেন বাংলাদেশি ব্যবসায়ীরা।
লিসনের ব্যবসা বাণিজ্যে প্রবাসী বাংলাদেশীদের এগিয়ে যাওয়াকে কমিউনিটির জন্য আশা ব্যাঞ্জক বলছেন কমিটির নেতারা
শুধু লিসবন বা আশেপাশের এলাকাই নয় বন্দরনগরী পোর্তো, আলগার্ভসহ পর্তুগালের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে গেছেন বাংলাদেশিরা। গড়ে তুলেছেন ঐক্যবদ্ধ বাংলাদেশ কমিউনিটি।
source
পৃথিবী যে সকল দেশে বাংলাদেশের লোক জন বসবাস করে সেই দেশের কোন না কোন স্থান কে তাদের নিজেদের করে নেয়,
আর সেখানে নিজেদের ঐতিহ্য ও সংস্কৃতি কে লালন করে,, তেমনি পর্তুগালের বেনফরমসু রোড টিও,,
Vai ekhoki visa hobe
Felicidades, es un buen ejemplo. 478 sentadillas son unos XX18LIKE.Uno muchas y un buen ejercicio. Se deja ver que hay muy buenos resultados 😍👍 Saludos desde la Cd.. de world 🌹😉💖 los mortalesi abian apreciado tan hermosa mujer.k
মিডিয়া টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ মূল্যবান সংবাদ টুকু আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য
Nice work 🥰
Fast view