Home Immigration পর্তুগীজ নাগরিকত্ব পেলাম/কতোদিন সময় লাগলো?কিভাবে পেলাম? I got portuguese citizenship

পর্তুগীজ নাগরিকত্ব পেলাম/কতোদিন সময় লাগলো?কিভাবে পেলাম? I got portuguese citizenship

8
পর্তুগীজ নাগরিকত্ব পেলাম/কতোদিন সময় লাগলো?কিভাবে পেলাম? I got portuguese citizenship

পর্তুগীজ নাগরিকত্ব পেলাম/কতোদিন সময় লাগলো?কিভাবে পেলাম? I got portuguese citizenship

আসসালিমু আলাইকুম।কেভন আছেন সবাই। আশাকরি আল্লাহ্ পাকের অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন🥰।আমি যে পর্তুগীজ নাগরিকত্ব পেয়েছি সেটা আমি আমার হাজবেন্ডের ডিপেন্ডে পেয়েছি।আমার হাজবেন্ড ২০১০ সালের ডিসেম্বরে পর্তুগালে এসেছিলো।তখন অবশ্য আমাদের বিয়ে হয়নি এমনকি তাকে আমি চিনতাভ ও না🤣।যাই হউক সে তার প্রথম রেসিডেন্স পেয়েছিলো ২০১৩সালে।তখন পর্তুগীজ নাগরিকত্বের জন‍্য নিয়ম ছিলো ১ম রেসিডেন্স পাওয়ার ৬ বছর পর ন‍্যাশনালিটির জন‍্য আবেদন করতে পারবে।এরমধ‍্যে ২০১৪ সালে আমাদের বিয়ে হয় ২০১৭সালে আমি পর্তুগালে আসি।আসার ১৫দিনের মধ‍্যে আমি আমার ১ম রেসিডেন্স পেয়ে যায় আলহামদুলিল্লাহ্। তো নিয়ম অনুযায়ী আমার হাজবেন্ড ২০১৯ সালে পর্তুগীজ পাসপোর্ট এর জন্য আবেদন করতো☺ কিন্ত হঠাৎ করেই আইন পরিবর্তিত হয়ে ১বছর কমিয়ে দেওয়া হয়🥰। সেই অনুযায়ী সে ২০১৮সালে নাগরিকত্বের জন্য আবেদন করে।২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে তা সফলতার মুখ দেখে।মানে পর্তুগীজ নাগরিকত্ব পেয়ে যায়।২০১৯ সালের মার্চ মাসের ১৪ তারিখ রোজ বৃহস্পতিবার আমার একমাত্র সন্তান আয়ানের জন্ম হয়💖💖💖।পরে বাপ-বেটা একসাথে ২০১৯ সালের জুন মাসে পাসপোর্ট উত্তোলন করে💖💖💖।বাচ্চার জন্মসূত্রে ৭দিন পরেই পাসপোর্ট পেয়ে যায়।সেক্ষেত্রে মা বা বাবাকে অবশ্যই লিগ‍্যাল ভাবে পর্তুগালে বসবাস করতে হবে।তারপর আমি আবেদন করি এবং করোনার জন্যে আটকে যায়। আর আমার টা এপ্রুভ হয় ২০২১সালে।হাতে পেলাম ২০২২ সালের জুন মাসে।আমরা পর্তুগালে থাকলে সাথে সাথেই উঠাতে পারতাম। লন্ডন থাকায় ১বছর বেশি সময় লাগলো

#portuguse nationality
#Citizenship
#How can I got Portuguese nationality
#portuguse passport

source

8 COMMENTS

  1. মাশাআল্লাহ ভিডিও টি অসাদারন
    ছিলো এই ভিডিও থেকে কিছু সিখলাম ধন্যবাদ আমার জন্য দোয়া করবেন এরকম ভিডিও আরো চাই..

Leave a Reply to Tamanna’s Kitchen & Lifestyle France Cancel reply

Please enter your comment!
Please enter your name here